দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রুশ ও ইউক্রেন যুদ্ধে নয়া মোড়। রাশিয়ার পরমাণু অস্ত্র গুলিকে হাই এলার্ট জারি করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পক্ষে পশ্চিমী জোটের উস্কানিমূলক আচরণকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট। বিবৃতিতে পুতিন জানান, “আমি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি দেশের সমস্ত পরমাণু অস্ত্রকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার জন্য।” বিবৃতির পর রীতিমতো শোরগোল পড়েছে আন্তর্জাতিক রাজনীতিতে।
রাশিয়ার ওপর পশ্চিমী আর্থিক নিষেধাজ্ঞা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতির বলেন, ” আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পশ্চিমী শক্তি রাশিয়ার বিরুদ্ধে অনৈতিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।” তাই নয় নেটোর উচ্চপদস্থ আধিকারিকেরাও সব সময় রাশিয়ার বিরুদ্ধে বিষোদগার করে এসেছে।”