দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আশঙ্কা সত্যি হল। ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেল এক ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হিয়েছে ভারতীয় পড়ুয়ার। টুইট করে জানাল বিদেশমন্ত্রক। প্রথম ইউক্রেন-রাশিয়ে যুদ্ধে কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বলেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি সকালে খারকভে শেলিংয়ের জেরে এক ভারতীয় পড়ুয়ার প্রাণ গিয়েছে। বিদেশমন্ত্রক মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা ঘটনায় গভীরভাবে শোকাহত।” বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছে,”আমরা রাশিয়া এবং ইউক্রেনে আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ফের ভারতীয়দের নিরাপদে দেশে বাড়ানোর দাবি জোরাল করতে বলেছি।