দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উদ্ধার হয়েছেন মাত্র হাজার দেড়েক। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয়। এদিকে পরিস্থিতি ক্রমশ বিপদসংকুল হচ্ছে। নতুন করে খারকভ দখলের জন্য ঝাঁপাচ্ছে রুশ সেনা। পুতিনের নজর রয়েছে কিয়েভেও। বিপদ বাড়ছে আটকে থাকা ভারতীয়দের। খানিকটা বেগতিক দেখেই বায়ুসেনাকে উদ্ধারকাজে নামার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার সকালে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে বিশেষ বৈঠক করেন মোদি। তারপর ভারতীয় বায়ুসেনাকেও উদ্ধার কাজে নামার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিপুল সংখ্যক ভারতীয়কে উদ্ধার করতে বায়ুসেনার সাহায্য একমাত্র উপায় বলে মনে করছে সরকার। আটকে পড়া ভারতীয় নাগরিকদের কাছে ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতেও বিকল্প নেই বায়ুসেনার।
ভারতীয় বায়ুসেনার তরফেও জানা গিয়েছে, তারা উদ্ধারকার্যের জন্য সম্পূর্ণরূপে তৈরি। সরকারি আধিকারিক সূত্রে খবর, আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার ব্লু-প্রিন্ট তৈরি আছে বায়ুসেনার কাছে। ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে পারবে সি-১৭ গ্লোবমাস্টার বিমানগুলি। প্রধানমন্ত্রী নিজে উদ্ধারকাজের তদারকি করছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রকের আধিকারিকদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, এবং স্লোভাকিয়া থেকে ফিরে আসা পড়ুয়াদের জন্য যেন সঠিকভাবে সমস্ত ব্যবস্থাপনা করা হয়।