দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে আজ রাশিয়ার করোনাভাইরাস টিকা (স্পুটনিক ৫) জনসাধারণের জন্য ছাড়া হলো। সেদেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইতিমধ্যেই মস্কোর গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি সেই টিকার আঞ্চলিক ডেলিভারি শুরুর পরিকল্পনা করেছে।
উল্লেখ্য, এই বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি গাম-কোভিড টিকা (স্পুটনিক ৫) প্রয়োজনীয় গুণমান সংক্রান্ত পরীক্ষা পাশ করেছে এবার তা মানুষের জন্য ছাড়া হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক গত ১১’ই আগস্ট প্রথম করোনা টিকা স্পুটনিক-৫ কে নথিভুক্ত করে। ওইদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকা নথিভুক্ত করার কথা। এও বলা হয়েছিল যে প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং ঝুঁকিপূর্ণ মানুষদের এই টিকা দেওয়া হবে।
গতকাল অর্থাত্ রবিবার মস্কোর মেয়র সের্গে সুবইয়ানিন জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার বেশিরভাগ বাসিন্দাকে করোনার টিকা দেওয়া হয়ে যাবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে খুব তাড়াতাড়ি করোনার টিকা পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে ভারত বায়োটেকের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালে দেশের ১২ টি জায়গার ৩৭৫ জনের মতো স্বেচ্ছাসেবক যোগদান করেছিলেন।