দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের বাজিমাত করল ভারতীয় অর্থনীতি। সরকারি ভাবে প্রকাশিত হল চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের বৃদ্ধির পরিসংখ্যান। জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ৬.৩ শতাংশ। প্রথম কোয়ার্টারের তুলনায় কম হলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন সংখ্যা সন্তোষজনক। গত কোয়ার্টারে অর্থাৎ চলতি বছরের প্রথম কোয়ার্টারে বৃদ্ধির হার ছিল ১৩.৫ শতাংশ। গত বছরে একই সময়ে অবশ্য পরিসংখ্যান ছিল ৮.৪ শতাংশ।
চলতি আর্থিক বছরে ত্রৈমাসিকে বৃদ্ধির হারের সম্ভাবনার ক্ষেত্রে বিশেষজ্ঞরা এই কোয়ার্টারে বৃদ্ধি ৬.২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। এই কোয়ার্টারে সরকারে খরচও বেড়েছে। রেল ও সড়ক নির্মাণে খরচ বেড়েছে সরকারের। অন্যদিকে, জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে ফলাফল আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছিল SBI। রিপোর্টে গ্রোথ দেখানো হয়েছিল 5.8 শতাংশ।
অক্টোবরে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বুলেটিন প্রকাশ করেছিল দেশের ব্যাঙ্কিং রেগুলেটারি সংস্থা RBI। সেই বুলেটিনে ভারতের 2022-23 দ্বিতীয় কোয়ার্টারে অর্থনৈতিক বৃদ্ধি বলা হয়েছিল 6.1 থেকে 6.3 শতাংশের মধ্যে থাকবে। কার্যক্ষেত্রে সরকারি রিপোর্টেও তাই দেখা গেল।
এদিন সকাল থেকেই GDP নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। আর্থিক বিশেষজ্ঞরেরা আশঙ্কা করছিলেন বৃদ্ধি হয়তো আশপ্রদ হবে না। জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে ব্যাপক ধাক্কা খেয়েছে চিনা অর্থনীতির গতি। তথ্য অনুযায়ী, এই কোয়ার্টারে চিনের অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে মাত্র 3.9 শতাংশ। যা কিনা ভারতের তুলনায় অনেকটাই কম।