খুন বা ধর্ষণ নয় কেবল মাদক পাচার করলেই মৃত্যুদণ্ড!নজিরবিহীন শাস্তি সৌদি আরবে।মাদকের নেশা পৃথিবীতে যেন প্রাণঘাতী হয়ে উঠেছে।কত তরুন তরতাজা যুবকের প্রাণ গিয়েছে এই মাদকের কবলে পড়ে। মাদক পাচারে জড়িত থাকার অপরাধে অপরাধীদের তলোয়ার দিয়ে গলা কেটে দেওয়া হল জনসমক্ষে। এমনই ঘটনা ঘটেছে সৌদি আরবে।
গত ১০০ দিনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ২৫ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে। কয়েকজনকে নৃশংসভাবে তলোয়ার দিয়ে গলা কেটে হত্যা করা হয়। তবে শুধুমাত্র সৌদি আরবের বাসিন্দাই নয়, তিনজন পাকিস্তানি, চারজন সিরিও এবং দুইজন জর্ডনের নাগরিক। আর তিনজন সৌদি আরবের বাসিন্দা।
মাদক পাচারের অভিযোগে তাদের গলার নলি কেটে দেওয়া হয়। খুন সন্ত্রাসবাদ সহ নানা অপরাধে জড়িত থাকলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে। কিন্তু সাম্প্রতিক অতীতে অপেক্ষাকৃত কম অপরাধের ক্ষেত্রেও কার্যকর করা হচ্ছে মৃত্যুদন্ড।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে এর জন্য। যেমন, মাত্র ১০ দিনে মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তলোয়ার দিয়ে এতগুলি গলা কাটার ঘটনা। নিঃসন্দেহে এক ঘৃণ্য ঘটনা মাদক কারবার। কিন্তু তার জন্য এমন কঠোরতম শাস্তি বলবৎ!
সৌদি প্রশাসনকে আগেও সতর্ক করেছিল আন্তর্জাতিক মানবাধিকার কমিশন।বছর দুয়েক আগে সে দেশের প্রশাসন মৃত্যুদণ্ডের সংখ্যা কমানোর ক্ষেত্রে তৎপর হয়েছিল। কিন্তু এবার মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ডের মতো সাজা। যা সত্যিই সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে ।