27 C
Kolkata
Monday, May 29, 2023
More

    এও সম্ভব! ১,২২০ দিন পর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ালেন কোয়াড্রিপ্লেজিক ব্যাক্তি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অসাধ্য সাধন! হ্যাঁ সত্যিই তাই, অন্তত ডাক্তাররা তাই বলছেন। প্রতিবন্ধকতাকে জয় করে ১,২২০ দিন পর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ালেন রবার্ট। আমেরিকার নাগরিক রবার্ট প্যায়লর, তিনি দীর্ঘদিন কোয়াড্রিপ্লেজিক নামক রোগে ভুগছিলেন। এই রোগের ফলে বিকল হয়ে পড়েছিল তাঁর দু’টি পা। সর্বক্ষণ হুইল চেয়ারে বসেই সব কিছু করতে হতো কিন্তু মনের অসম্ভব জোর, ইচ্ছাশক্তি এবং গায়ের সবটুকু শক্তি খাটিয়ে রোগাক্রান্ত হওয়ার ১,২২০ দিন পর হুইলচেয়ার থেকে নিজেই উঠে দাঁড়িয়ে এক আশ্চর্য অসম্ভবকে সম্ভব করলেন তিনি।

    রবার্ট প্যায়লর

    ‘শারীরিক প্রতিবন্ধকতা’ -র ক্ষেত্রে ইচ্ছে বা জেদ শব্দ দুটি থাকলেই চলবে না তার সঙ্গে অবশ্যই থাকতে হবে মারাত্মক মনের জোর। আর ইচ্ছে,মনের জোড় এর সঙ্গে অদম্য জেদ থাকলে যে যেকোনো প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়া যায় সেটা আরোও একবার প্রমাণিত হলো। যদিও এর আগে মানুষের অসাধ্য সাধন করে তাঁদের জীবিকা নির্বাহের কথা আমরা তো অনেকই দেখেছি অথবা পড়েছি। যেমন, পা না থাকা সত্ত্বেও বাঙালি ছেলে মাসদুরের দুরন্ত সাঁতার অথবা সম্পূর্ণ ভাবে শারীরিক প্রতিবন্ধী হয়েও স্টিফেন হকিং-এর যুগান্তকারী আবিষ্কার। তবে এই দুইজন বাদে আরও প্রচুর উদাহরণ রয়েছে এই যেমন রবার্ট।

    সম্প্রতি তাঁর এই কঠিন রোগকে জয় করে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর ভিডিও শেয়ার করলেন নিজে টুইটারে। প্যায়লরের পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সে নিজের হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ওয়াকারের সাহায্যে ধীরে ধীরে এগোচ্ছেন। ট্যুইটারে এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ”আজ প্রথমবার নিজের থেকে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ১,২২০ দিন পর আমি আমার জয় পেলাম, এর জন্য আমায় প্রত্যেকটা সেকেন্ডকে দাম দিতে হয়েছে। শ্রম দিবস এর থেকে আর ভাল ভাবে উদযাপন করা যায় না”।

    কঠিন রোগকে জয় করে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর ভিডিও

    উল্লেখ্য, ভিডিওটি টুইটারে পোস্ট হতেই ইতিমধ্যে তা ২.৮ মিলিওন ভিউ -র সঙ্গে সঙ্গে ১ লক্ষের উপরে লাইক পেয়েছে। ১৮ হাজারের বেশিবার রি-ট্যুইট হয়েছে এই ভিডিওটি। টুইটারের জনগণ রবার্টের এই উঠে দাঁড়ানোকে তাঁর শরীর ও মনের জয় বলেই মনে করছেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    বাতিল হতে চলেছে ২০০০ টাকার নোট !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI। এমনই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল...

    শীঘ্রই আসছে ডেঙ্গু ভ্যাকসিন ! চলছে শেষ পর্যায়ের ট্রায়াল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : বর্ষার মরসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ফি বছরে বর্ষা মরসুম মানেই ডেঙ্গির...

    কেষ্ট গড়ে তৃণমূলে ধস ! বিজেপিতে যোগ দিল বহু মুসলিম পরিবার

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে...

    সমুদ্রে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বেশ কিছু দেশ ! জানুন সেই দেশ গুলি সম্পর্কে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : উষ্ণায়নের কারণে গোটা বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোনও কোনও জায়গায় গ্রীষ্মকালে তুষারপাত হচ্ছে...

    শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘দ্য কেরালা স্টোরি’ , কি আছে বিতর্কিত ছবিতে ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ইউটিউবে ছবির ট্রেলার দেখেই বিতর্কের মেঘ ঘনিয়েছিল। মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছে পরিচালক সুদীপ্ত...