দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: তদন্তকারী অফিসারদের বোকা বানিয়ে, ভারতে ঢুকতে চেয়েছিলেন এক বাংলাদেশী অনুপ্রবেশকারী। তার কাছে ছিল পাসপোর্ট কিন্তু তা সত্ত্বেও বিমানবন্দরে ধরা পড়ে গেল। একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে গেল সে বাংলাদেশী। ভারতীয় অভিবাসন দপ্তরের এক কর্মীর মাথা থেকে বের হলো এক বুদ্ধি আর তাতেই পর্দা ফাঁস ঐ কুখ্যাত বাংলাদেশীর।
বিমানবন্দরে কাকে বলা হয় জাতীয় সংগীত গেয়ে দেখান তো। আর তাতেই থতমত খেয়েছেন ওই ব্যক্তি। শারজাহু থেকে বিমানে কোয়েম্বাটুর এসেছিলেন তিনি। নিজেকে ভারতীয় নাগরিক বলে তিনি পাসপোর্ট দেখান কিন্তু তার পাসপোর্ট এবং জন্মের শংসাপত্র দেখে সন্দেহ হয় অভিবাসন দপ্তরের কর্মীদের। তার কাছে ছিল সমস্ত কাগজ তার পরেও সন্দেহ হয়েছিল। অভিবাসন দপ্তরের কর্মীরা তাকে ডেকে জাতীয় সংগীত গাইতে অনুরোধ করেন কিন্তু তাতেই আটকে যান ওই ব্যক্তি।
ভারতের জাতীয় সংগীত জানেন না তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন তার বয়স ২৮ বছর কোথা থেকে সে এই পাসপোর্ট এবং পরিচয় পত্র তৈরি করেছে তা জানবার চেষ্টা করছে পুলিশ কারণ তার মতন আরও জাল ব্যক্তি এভাবেই ভারতে প্রবেশ করতে পারে।