দা ক্যালকাটা মিরর ব্যুরো:ভয়ংকর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। বর্তমানে অবস্থা আরো ঘোরতরো হয়ে উঠেছে। পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে আর কোন আশা নেই। বিদেশী মুদ্রার ভান্ডার তলানিতে। সৌদি আরবের থেকে এক বিলিয়ন ডলার ধার নিয়ে নিজেদের ব্যাংকে মজুদ রেখেছে পাকিস্তানিরা। এবার চীনের তরফ থেকে হুঁশিয়ারি পেল পাকিস্তান। নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আটা চিনি চা ইত্যাদি দাম যেভাবে বেড়ে চলেছে তাতে আমজনতার নাভিশ্বাস হওয়ার যোগার।
চীনের তরফ থেকে এসেছে একের পর এক হুশিয়ারি পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে চীন। মুদ্রাস্ফীতির পাশাপাশি গোটা বিশ্বজুড়ে পাকিস্তান সংকট তৈরি হয়েছে। কিন্তু হটাৎ করে কেন এমন বড় সিদ্ধান্ত নেওয়া হল চীনের তরফ থেকে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ১৩ই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে চীনা কনসুলেট। পাকিস্তানে থাকা চীনের নাগরিকদের একটি নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক করতে আর চীনের এই সিদ্ধান্তে এবার ভিসা পাওয়ার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে।
গত শনিবার একটি নোটিশ দিয়ে চীনা বিদেশ মন্ত্রক, জানিয়ে দিয়েছে পাকিস্তান নিরাপত্তার জন্য একটি বড় বিপদ হতে পারে। কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন তারা দেশের নাগরিক ও বিদেশীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তারপরেও চীনারা এমন সিদ্ধান্ত নেওয়ায় বোঝা যাচ্ছে চীন পাকিস্তানকে আর নিরাপদ বলে মনে করছে না।