দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আন্তর্জাতিক মঞ্চে ভারত কড়া সমালোচনা করল পাকিস্তানের। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোকে বিঁধল কেন্দ্র। নিরাপত্তা পরিষদের নারী শান্তি ও সুরক্ষা শীর্ষক এক আলোচনায় হঠাৎ কাশ্মীর প্রসঙ্গ তোলার জন্য ভারত সমালোচনা করল বিলাবলের। কাশ্মীর-মন্তব্যের প্রশ্নে সাড়া দিয়ে ভারতের রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছে, বিলাবলের বক্তব্য ভিত্তিহীন ও এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক।
নিজের বক্তব্যের একেবারে শেষের দিকে এসে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন– শেষ করার আগে আমাকে বলতেই হবে যে, জম্মু-কাশ্মীর নিয়ে পাক-প্রতিনিধির বক্তব্য খুবই খেলো, ভিত্তিহীন ও রাজনৈতিক অভিসন্ধিমূলক। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিতর্কে তিনি ঝাঁঝালো ভাবে বলেন, এটা একটা মিথ্যা।