দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
লাহোরের পঞ্জব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হোলি উদযাপনের সময় অন্তত ১৫ জন হিন্দু পড়ুয়াকে মারধরের অভিযোগ। কট্টরপন্থী ইসলামী ছাত্র সংগঠনের সদস্যরা এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গিয়েছে। হিন্দু পড়ুয়াদের হোলি উদযাপনে বাধা দেয় এই কট্টরপন্থী ছাত্র সংগঠন। ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রঙের উৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনায় ফের একবার সামনে এল পাকিস্তানের সংখ্যালঘুদের করুণ পরিস্থিতি।
জানা গিয়েছে, লাহোরের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ল’ কলেজে ৩০ জন হিন্দু পড়ুয়া হোলি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া তথা প্রত্যক্ষদর্শী কাশিফ ব্রোহি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘শিক্ষার্থীরা ল’ কলেজের লনে জড়ো হওয়ার সাথে সাথেই ইসলামী জমিয়ত তুলবা কর্মীরা জোর করে তাদের হোলি উদযাপনে বাধা সৃষ্টি করে। যার ফলে সংঘর্ষের বাঁধে। এর জেরেই ১৫ জন হিন্দু ছাত্র জখম হন।’