দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চাঁদ। এবার হয়তো আর 24 ঘণ্টায় এক দিন সম্পূর্ণ হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত আপনি কখনও বুঝতে পারেন না যে, দিনের দৈর্ঘ্য ক্রমাগত বাড়ছে। বোঝার কথাও নয়। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় যে, কতক্ষণ দিন আছে, সেটাই বোঝা কঠিন। তবে জেনে রাখুন, পৃথিবীতে দিনের দৈর্ঘ্য একটু একটু করে বেড়েই চলেছে। অর্থাৎ এমনটা ধরা যেতেই পারে যে, দিন 24 ঘণ্টার জায়গায় 25 ঘণ্টা হতে হয়তো বেশি দিন বাকি নেই।
চাইলে আপনি একবার খেয়াল করে দেখতেই পারেন যে, কতক্ষণ দিন থাকছে। তবে তা ঘড়ি দেখে বোঝা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা কিন্তু তাঁদের গবেষণা জারি রেখেছিলেন। আর তার ফলাফল সামনে আসতেই তাঁরাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ‘লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল 13 ঘণ্টারও কম। কিন্তু বর্তমানে তা ক্রমশ বেড়ে চলেছে। আর এর কারণ হল চাঁদ। ধীরে-ধীরে চাঁদ দূরে সরে যাচ্ছে।’