দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের পতনের ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে উদ্বেগ তৈরি হয়েছে। যার ফলে ব্যাপক পতন ঘটেছে এশিয় স্টক মার্কেটগুলিতে। একই দৃষ্ঠ দেখা গিয়েছে ইউরোপেও। তবে, এখানেই শেষ নয়। আরও একটি মার্কিন ঋণদানকারী ব্যাঙ্কে ধস নামতে পারে বলে পূর্বাভাস দিলেন ওয়াল স্ট্রিট বিশ্লেষক রবার্ট কিয়োসাকি।
২০০৮ সালে লেম্যান ব্রাদার্সের পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এখন তিনি দাবি করেছেন, পতন ঘটতে পারে বিশ্বের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী ব্যাঙ্ক, ক্রেডিট সুইস ব্যাঙ্কেরও। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়োসাকি বলেছেন, “মূল সমস্যা হল বন্ড মার্কেট এবং আমি মনে করি এর পর যে ব্যাঙ্কটি ডুবতে চলেছে সেটি হল ক্রেডিট সুইস।”
রিচ ড্যাড কোম্পানির সহ-প্রতিষ্ঠাতার মতে, অদূর ভবিষ্যতে মার্কিন ডলার আরও দুর্বল হবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে গুরুতর সমস্যায় ফেলবে বন্ড মার্কেট। আর ফেডেরাল সরকার একই সঙ্গে আগুন লাগাচ্ছে এবং আগুন নেভানোর কাজ করছে। মার্কিন ডলার এই মুহূর্তে বিশ্বে তার একাধিপত্য হারাচ্ছে।