দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাষ্ট্রসংঘের শীর্ষ স্ট্যাটিসটক্যাল কমিটিতে জায়গা পেয়েছে ভারত। সদস্য দেশগুলির বিপুল ভোট পেয়ে এই কমিটিতে নির্বাচিত হওয়ার পরেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য থাকবে ভারত। প্রসঙ্গত, এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বিপুল ভোটে জয় পেয়ে ভারত কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে।
জানা গিয়েছে, ৫৩টি ভোটের মধ্যে ৪৬টিই গিয়েছে ভারতের ঝুলিতে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে দু’টি দেশকে এই স্ট্যাটিসটিক্যাল কমিটিতে জায়গা দেওয়া হবে। প্রথম দেশ হিসাবে ইতিমধ্যেই এই কমিটিতে নির্বাচিত হয়েছে ভারত। দ্বিতীয় স্থানের জন্য আবার নির্বাচনে লড়বে চিন ও দক্ষিণ কোরিয়া। যেকোনও একটি দেশ জায়গা পাবে কমিটিতে।
ভারত ছাড়াও আর্জেন্টিনা, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ইউক্রেন, তানজানিয়া ও আমেরিকা এই কমিটিতে রয়েছে। ফল প্রকাশের পরেই টুইট করে শুভেচ্ছা জানান বিদেশমন্ত্রী। জয়শংকর বলেন, “রাষ্ট্রসংঘের সর্বোচ্চ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত হয়েছে ভারত। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চার বছরের জন্য ভারত এই কমিটিতে কাজ করবে।