দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
একসময় পৃথিবীতে রাজত্ব করত অতিকায় ডাইনোসররা। কিন্তু নীল রঙের এই গ্রহে দাপিয়ে বেড়াতে বেড়াতে আচমকাই ‘ভ্যানিশ’ হয়ে যায় তারা। নেপথ্যে ছিল আগন্তুক গ্রহাণুর ঝাঁক! এমনটাই মনে করা হয়। প্রশ্ন জাগে, মানব সভ্যতাও কি কখনও বিপন্ন হতে পারে গ্রহাণুর দাপটের জন্য? এমন আশঙ্কা কিন্তু রয়েছে। নাসা জানিয়েছে, পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে ‘২০২৩ ডিডবলিউ’। আর দিনটাও এক বিশেষ দিন। ১৪ ফেব্রুয়ারি। হাতে অবশ্য সময় রয়েছে। কেননা ওই গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা রয়েছে ২০৪৬ সালে।
কিন্তু সময় যতই বাকি থাক, সুইমিং পুলের আকারের এই গ্রহাণুটিকে ঘিরে আশঙ্কার মেঘ এখনই ঘনাতে শুরু করেছে। এই মুহূর্তে যদিও পৃথিবী থেকে তার দূরত্ব ০.১২ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অর্থাৎ এখনও গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর দূরত্ব বিপুল। কিন্তু এখন থেকেই সতর্ক রয়েছে নাসা।