দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ ৬ মাসের বিরতির পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্তদ্বার খুলে দিচ্ছে নেপাল। বৈশ্বিক মহামারী থেকে দেশের মানুষ কে রক্ষা করতে ও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পর্যটন নির্ভর এই ছোট্ট দেশ নেপাল সম্পুর্ন সীমান্ত সীলের পক্ষেই রায় দিয়েছিল। অবশেষে আজ ‘অলি’র সরকার এই সাধু সিদ্ধান্ত নিয়েছে।
আজ নেপালে কে পি অলি’র সরকারের মন্ত্রিসভা ‘কোভিড-১৯ ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সুপারিশ পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে নেপাল তার সীমান্তও সম্প্রসারিত করার একটি ম্যাপ প্রকাশ করেছে। যা নিয়ে ভারতের সাথে কূটনৈতিক দূরত্ব তৈরিও হয়েছে।
তবে চাইলেই এই মূহুর্তে যে কেউ এখন নেপালে প্রবেশ করতে পারবেন না। নেপালে বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য অবশ্যই ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট সাথে থাকা বাধ্যতামূলক। আর এই পরীক্ষা করাতে হবে নেপালের যাত্রার উদ্দেশে বেড়নোর ৭২ ঘণ্টার মধ্যে।
কোভিড-১৯ এর কারণে বন্ধ করে রাখার প্রায় ছয় মাস পর ১৭’ই সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। অনুমতি দেওয়া হয়েছে এক শহর থেকে অন্য শহরে বাস চলাচল, হোটেল এবং রেস্তোরাঁগুলোও খুলে দেওয়ার। এবারে আন্তর্জাতিক ফ্লাইট ও প্রতিবেশি দেশগুলির সীমান্ত খুলে দেওয়ায় অনেকটাই স্বস্তির নি:শ্বাস ফেলছেন নেপালবাসি।


তবে সুস্থ ও সাধারণ পর্যটকের জন্যে নেপালের দরজা আজ থেকে খুললেও, ট্রেকিং ও পর্বতারোহী গ্রুপগুলো বিদেশি ক্লায়েন্টদের পর্বতারোহণে নিয়ে যেতে পারবে ১৭’ই অক্টোবর থেকে। এই মূহুর্তে বিদেশি পর্যটকদের নেপালে যাওয়ার অনুমতির এ সিদ্ধান্ত নেপালের পর্যটন ও সাধারণ ব্যবসায়ীদের জন্য নিশ্চিতভাবে একটি আনন্দের খবর।