দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাআবহে এখন মানুষের মনে একটিই প্রশ্ন, কবে আসবে এই মারণ রোগের টিকা? ঘরে বসে বসে সবাই মানসিক ভাবে ক্লান্ত। ঠিক এই মূহুর্তে খুশির খবর আনলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেডরোস ঘেবরেসাস। তিনি আজ একটি বিবৃতিতে জানান যে বছরের শেষেই আসছে করোনা’র টিকা।
উল্লেখ্য, এতদিন বিশ্বের বিভিন্ন দেশ গুলি টিকা আসার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও, WHO এর তরফ থেকে নেতিবাচক উত্তরই শোনা যাচ্ছিল। এমনকি WHO যে গুইডেলিনে ঘোষণা করেছিল সে অনুযায়ী করোনা’র টিকা আবিষ্কার ও তার সফল পরীক্ষা করে বাজার জাত করতে দীর্ঘসময় লেগে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ একটি বিবৃতিতে তাঁর এই ইতিবাচক উক্তি, স্বাভাবিক ভাবেই আম আদমী’র মনে অনেকটাই আসার আলো জাগালো। তবে সারা বিশ্বের মানুষের মধ্যে যাতে টিকার সমবণ্টন সম্ভব হয়, তার জন্য বিশ্বনেতাদের কাছে আর্জি জানিয়েছেন হু-এর প্রধান।
আজ হু-এর এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ের পরে টেডরোস বলেন যে আমাদের করোনা’র টিকা চাই ও এটা আশা করা যায় যে এই বছরের শেষেই সেই প্রত্যাশিত টিকা আসবে। পিফজার থেকে অ্যাস্ট্রাজেনেকা, সহ প্রায় খান দশেক সম্ভাব্য করন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে আশা জোগাচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ্য WHO নিজেদের COVAX প্রোগ্রামের মাধ্যমে ২০২১ সালের শেষে বিশ্বব্যাপী ২ বিলিয়ন টিকার ডোজ দিতে চায়। কিন্তু সেই প্রকল্পের অংশীদার হতে রাজি হয়নি আমেরিকা, চিন ও রাশিয়া।
তাই এই সঙ্গীন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই টেডরোস সমস্ত বিশ্বনেতাদের থেকে সহযোগিতার আর্জি জানিয়েছেন যাতে এই মহামারী থেকে বিশ্ব’র অধিকাংশ বিশেষ করে পিছিয়ে পড়া দেশ গুলোর মানুষকেও রক্ষা করা যায়। তবে আজ WHO’র অফ্ফিশিয়াল এই বিবৃতি এটাই প্রমাণ করে যে বিশ্বের সব টিকা আবিষ্কারক ও উত্পাদক দেশগুলো সঠিক পথেই এগচ্ছে।