দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা মহামারীর ফলে সারাদেশের মানুষের জীবন স্তব্ধ। পাকিস্তানের মতো একটি দেশেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত সংক্রমনের সংখ্যা বাড়ছে, যেটা ভাবিয়ে তুলছে সাধারণ মানুষকে। পাকিস্তানে অনেক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যদিও সরকারের দাবি করোনা ভাইরাস কিছুটা আয়ত্তের মধ্যে চলে এসেছে পাকিস্তানে। কিন্তু এবার এক নতুন সংকটে ভুগতে আরম্ভ করছে ইমরান খানের দেশের মানুষ জন। করোনার পর এবার খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান।
প্রথম থেকেই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ইমরান খানের দেশ পাকিস্তানে এখন খাদ্য শস্য অগ্নিমূল্য। কোন কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। ডাল, রুটি, গম, চিনি, সবজি সব কিছুরই আকাশ ছোঁয়া দাম দেখে নাজেহাল পাকিস্তানবাসী। দাম বেড়েছে চিকেনেরও।
দীর্ঘ লকডাউন পর্ব পার করে এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকের পথে এগোচ্ছে। শুরু হয়েছে বিয়ের মরশুম। পাশাপাশি আয়োজিত হচ্ছে অন্যান্য অনুষ্ঠানও। অনুষ্ঠান বাড়ির মেনুতে চিকেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম। কিন্তু প্রায় ১ সপ্তাহ আগে যে চিকেনের দাম ছিল ৯০-১১০ টাকা প্রতি কেজি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০-২১০ টাকা। যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার অনেক উর্দ্ধে চলে গেছে।পাকিস্তানে আগে এক কেজি গম ২০ থেকে ২২ টাকায় পাওয়া। কিন্তু এই নতুন করে আবারও বাজার চালু হওয়ায় 1 কেজি গমের দাম বেড়েছে ষাট টাকা।
গম, চিকেনের পাশাপাশি পাকিস্তানের সবজির বাজার অগ্নিমূল্য। সাধারণ মানুষেরা সবজির এত দাম দেখে হাত দিতে পারছেন না। আকাশছোঁয়া দাম হয়ে গেছে সবকিছুতে। আলু,টমেটো আদা, পেঁয়াজের দাম শুনে চোখে জল চলে আসছে পাকিস্তানের মানুষদের।