26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    করোনা রোধে মার্কিন ওষুধ REGN-COV2 ই নাকি ‘জীবনদায়ী’, এই ওষুধে সুস্থ ট্রাম্প

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কোভিড চিকিৎসায় অ্যান্টিবডি ভিত্তিক ওষুধ রিজেনারন-এর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন জানাল উৎপাদক সংস্থা রিজেনারন ফার্মাকিউটিক্যালস ইনকর্পোরেটিভ। যাদের ওষুধ কে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘জীবনদায়ী’ শিরোপা দিয়েছেন।

    উল্লেখ্য গত শুক্রবার কোভিড আক্রান্ত ট্রাম্পের শরীরে দুটি অদ্বিতীয় অ্যান্টিবডির মিশ্রণে তৈরি ওই গবেষণাধীন ওষুধ প্রয়োগ করা হয়। আর তাতেই এই সংক্রমণ থেকে অতি দ্রুত আরোগ্য লাভ করেন বলে দাবি ট্রাম্পের। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে নতুন চিকিৎসা পদ্ধতির ঢালাও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, আমেরিকার মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

    স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের এই প্রচারে অনুপ্রাণিত হয়ে এবার নিজেদের তৈরি ওষুধের ক্লিক্যাল ট্রায়ালের জন্য আবেদন জানিয়েছে উৎপাদক সংস্থা রিজেনারন ফার্মাকিউটিক্যালস ইনকর্পোরেটিভ। ওই সংস্থার দাবি, কোভিড আক্রান্তদের জরুরি চিদকিৎসায় এই ওষুধ কাজে লাগানোর দ্রুত অনুমোদন দেওয়া হোক।

    ওই উৎপাদক সংস্থা জানিয়েছে, করনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় দুটি অদ্বিতীয় অ্যান্টিবডির মিশেলে তৈরি REGN-COV2 ওষুধ সক্রিয় ভাবে Covid-19 সৃষ্টিকারী SARS-CoV-2 ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এটা তারা ১০০% জোর দিয়ে দাবি করেছে।

    সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘REGN-COV2 তৈরি করতে বিজ্ঞানীরা কয়েক হাজার VelocImmune® প্রজাতির ইঁদুরের দেহে তৈরি হওয়া অ্যান্টিবডির মূল্যায়ন করেছেন। ওই প্রজাতির বিশেষ ইঁদুরের শরীরে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপন্ন করার ফলে তাদের থেকে সংগৃহীত অ্যান্ডিবডি আদতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বহন করে। একই সঙ্গে সেরে ওঠা কোভিড রোগীদের শরীর থেকেও অ্যান্টিবডি সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়।’

    সংস্থা আরও জানিয়েছে, এই দুই প্রজাতির অ্যান্টিবডি মিশিয়েই তৈরি হয়েছে কোভিড চিকিৎসার জন্য রিজেনারন মিশ্রণ (REGN-COV2)। পরীক্ষায় দেখা গিয়েছে, হাসপাতালের বাইরে থাকা কোভিড আক্রান্ত রোগীদের শরীরে এই ওষুধ প্রয়োগের ফলে সংক্রমণের মাত্রা হ্রাস করা সম্ভব।

    তাদের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকান সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী যদি জরুরি ভিত্তিতে মার্কিন খাদ্য ও ওষুধ দফতর তাদের তৈরি ওষুধের অনুমোদন দেয়, সে ক্ষেত্রে প্রথমে মার্কিন নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওই ওষুধ সরবরাহ করতে হবে।

    প্রসঙ্গত বর্তমানে ৫০,০০০ রোগীর জন্য ওষুধ তৈরি করে ফেলেছে রিজেনারন ফার্মাকিউটিক্যালস। আগামী কয়েক মাসে আরও তিন লাখ আমেরিকাবাসীর জন্য তারা বিনামূল্যে ওষুধ তৈরি করবে বলে জানিয়েছে সংস্থা। তাহলে কী টিকার আগেই এসে গেল করোনা’র ওষুধ?

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...