দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনায় নতুন উপসর্গ শ্রবনে অক্ষমতা! এমনটাই জানাচ্ছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল। শ্রবণ অক্ষমতা হতে পারে করোনায় আক্রান্তের লক্ষণ। নতুন উপসর্গে কার্যত স্তম্ভিত গোটা বিশ্ব। এর আগে করোনায় একের পর এক গবেষনায় সামনে এসেছে নতুন উপসর্গের কথা। সাম্প্রতিক একটি গবেষনায় করোনার নতুন কিছু উপসর্গে ছিল, জ্বর না থাকা, অসংলগ্ন কথা বলা,গলা ব্যাথা ইত্যাদি। এরপর আবার নতুন উপসর্গে স্হান পেল শ্রবনে অক্ষমতাও।
সম্প্রতি একটি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের একটি গবেষণাপত্রে বলা হয়,করোনায় আক্রান্ত হওয়ার পর ব্রিটেনের ৪৫ বছর বয়সী এক করোনা রোগীর শ্রবণশক্তি হারিয়েছেন। এধরণের আরও চারটি ঘটনার কথাও উল্লেখ রয়েছে ওই জার্নালে।
চিকিৎসকমহলের তরফে জানানো হয়, কোভিড আক্রান্ত ওই ব্যাক্তি Sensorineural Hearing Loss (SSHL) - এ আক্রান্ত হন। চিকিৎসকরদের মতে এমনটা সাধারণত এইডস কিংবা সিফিলিসের মতো ভাইরাসের কারণেই হয়ে থাকে। তবে করোনার ক্ষেত্রে এমন সমস্যায় রীতিমত হতবাক তারা।
মূলত: ইন্টেনসিভ কেয়ারে চিকিৎসা চলাকালীন হওয়া কানের সামান্য সমস্যাকে এতদিন চিকিৎসকরা হয়ত এড়িয়ে যাচ্ছিলেন এবার সে বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেই ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এই তথ্য প্রকাশিত হয়। করোনার এই প্রভাবটি, বিশ্বচিকিৎসা মহলকে একটি নতুন উদ্বেগের সন্মুখীন করেছে।