দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনায় জর্জরিত গোটা বিশ্ব। মহামারীর কবলে কার্যত বিপর্যস্ত মানবসভ্যতা। এমন পরিস্থিতিতে, পৃথিবীর তাবড় তাবড় দেশও যখন, ভাইরাসের টিকা আবিষ্কারে উদগ্রীব তখন ‘স্পুটনিক ভি’ নামক করোনার ভ্যাকসিন আবিষ্কার করে কার্যত গোটা বিশ্বকে তাক লাগিয়েছিল রাশিয়া। এই স্পুটনিক ভি’ ই হল পৃথিবীর প্রথম করোনার ভ্যাকসিন যা এই মূহুর্তে সরকারী অনুমোদন পেয়ে রাশিয়ার জনগণের মধ্যে বিতরণ হচ্ছে। তবে সম্প্রতি রাশিয়ার তরফে স্পুটনিকের পর, আরও দুই নতুন ভ্যাকসিন তৈরীর কথা জানানো হয়। আর এ খবর প্রকাশ করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্রের খবর অনুযায়ী রাশিয়ার এই দ্বিতীয় কোভিড ভ্যাকসিনটির নামকরন করা হয়েছে ‘ইপিভ্যাক করোনা'( EpiVacCorona)। ভ্যাকসিনের প্রস্তুতকারক সংস্থা ‘সাইবেরিয়ার ভেকটর ইনস্টিটিউট’। ওই সংস্হার তরফে জানানো হয় গত মাসেই, ‘ইপিভ্যাককরোনা’র হিউম্যান ট্রায়াল সম্পন্ন হয়েছে। এখনো বাকি ট্রায়ালের ফেজ থ্রি’।
রুশ সরকার কর্তৃক জানানো হয় ‘স্পুটনিক ভি’, যেমন অ্যাডেনোভাইরাস ভেকটর-বেসড ভ্যাকসিন ঠিক তেমনই ইপিভ্যাককরোনা হল সিনথেটিক পেপটাইড বেসড ভ্যাকসিন। ইপিভ্যাক করোনা টিকা ক্যারিয়ার প্রোটিনে সংশ্লেষিত হয়। পাশাপাশি সরকারের তরফে আরও বলা হয়, আগত নভেম্বর- ডিসেম্বরে এই টিকার মাস (গণ) ট্রায়াল শুরু হবে। সেক্ষেত্রে এই টিকা প্রয়োগ হবে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর মধ্যে। যার মধ্যে প্রায় ৫ হাজার জনই থাকবে রাশিয়ার বাসিন্দা।
উল্লেখ্য, রাশিয়ার দ্বিতীয় টিকাটির কথা প্রকাশের সময়, করোনা তৃতীয় টিকাটিও অতি স্বত্তর সকলের সামনে আনার ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার তৃতীয় টিকাটির দায়িত্বে রয়েছে ‘চুমাকভ সেন্টার’। বর্তমানে করোনায় যে হারে দৈনিক সংক্রমণ এবং মৃতের হার বেড়ে চলেছে, তাতে রাশিয়ার এই টিকা গুলি বিশ্ববাসীর কাছে সাময়িক হলেও স্বস্তির আশা যোগাচ্ছে।