দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনায় জর্জরিত গোটা বিশ্ব। অতিমারির প্রভাবে মাস্ক, স্যানিটাইজার জীবনের এক বিশেষ অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু মাস্ক ছাড়া বাইরে বের হওয়ার আশায় গোটা বিশ্ববাসী।পুনরায় আগের জীবনে ফিরে যেতে চান তারা।কিন্তু কবে বিদায় নেবে এই ভাইরাস! যখনই এই আশায় দিন গুনছে গোটা বিশ্ব, ঠিক তখনই একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়াতে স্বস্তির আলো দেখছেন অনেকেই।
সাধারণত মায়ের পেট থেকে বেড়িয়ে সদ্যজাতরা কান্নাকাটি করে।কিন্তু এবারের ঘটনাটা অনেকটাই অন্যরকম।এবার এক নবজাতক জন্মের পরেই চিকিৎসকের পরা মাস্ক ধরে টান দিচ্ছে। ছবিটা বেশ পুরনো হলেও সম্প্রতি ছবিটি ভাইরাল হয়েছে।এই ছবি দেখেই করোনা থেকে মুক্তির আশা খুঁজছেন নেটাগরিকরা।
ভাইরাল হওয়া এই ছবিটিতে দেখা যাচ্ছে, এক নবজাতক কাঁদতে কাঁদতে সার্জিক্যাল মাস্কে টান দিতেই চিকিৎসকের মুখে এক রাশ হাসি।সেই কথাটা বলতেই এই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব। তিনি লিখেছেন, ‘আমরা সবাই চাই, যেন খুব তাড়াতাড়ি মাস্ক খুলে ফেলা যায়’।
বর্তমানে সবার এই একটাই আশা কখন এই অতিমারী বিদায় নেবে।শুধু এই চিকিৎসক নন, সকলেই যত তাড়াতাড়ি সম্ভব মাস্ক থেকে মুক্তির দিন গুনছেন। আর সেই কারণেই ছবিটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিতেই কয়েক সেকেন্ডে তা ভাইরাল।কয়েক হাজার লাইকও পেয়েছে ছবিটি। সঙ্গে কমেন্টের ঝড়। কেউ বলছেন, এটাই ২০২০ সালের সেরা ছবি। আবার কারও কারও দাবি, এই ছবিই সুস্থ ভবিষ্যতের প্রতীক।