দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলাতে জানিয়েছে যে এবারের দুর্গা পূজা তে মন্ডপে সাধারণ দর্শনার্থীর প্রবেশ নিষেধ এমনকি বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার এবং ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার দূরে NO ENTRY বোর্ড লাগাতে হবে সেই সাথে মণ্ডপের সন্নিহিত অঞ্চল কে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করতে হবে। এবার দুর্গাপুজো উৎসব পালন নিয়ে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আজ বুধবার সকাল ১১.৩০ মিনিটে ফোরাম ফর দুর্গোৎসব একটি রিট পিটিশন জমা দিয়েছে।
গতকাল ফোরামের তরফে জানানো হয়েছিল, বুধবার সকাল সাড়ে দশটায় ওই রিভিশন পিটিশন হাই কোর্টে জমা দেওয়া হবে। কিন্তু পরে তা আরও একঘণ্টা পিছিয়ে সকল ১১:৩০ করা হয়েছিল।
কোভিড পরিস্থিতিতে এ বছর পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে মণ্ডপের ভিতরে শুধুমাত্র অল্প সংখ্যক উদ্যোক্তার প্রবেশে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া, ছোটো-বড় সমস্ত মণ্ডপের সামনেই পাঁচ থেকে ১০ মিটার দূরত্বে ব্যারিকেড গড়ার নির্দেশ দিয়েছে আদালত।
যদিও হাই কোর্টের এই রায়ে অখুশি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এর ফলে তাদের দীর্ঘ দিনের প্রচেষ্টা ব্যাহত হয়েছে। রায়ের বিরুদ্ধে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে শুরু করে রাজ্য সরকার। শোনা যায়, সমস্ত দিক খুঁটিয়ে পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল সরকার। জানা যায়, হাইকোর্টের রায়ের পালটা রিট পিটিশন করতে পারে রাজ্য।
এর পর বিশদ আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টেই পালটা রিট আবেদন জমা দেবে ফোরাম ফর দুর্গোৎসব। আজ সকাল ১১.৩০ মিনিটে তা জমা পড়েছে। জরুরী ভিত্তিতে শুনানি’র আবেদন করা হয়েছে বিচারপতি সঞ্জীব বন্ধপাধ্যায় এর বেঞ্চে। আগামী কাল শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।