দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:পুজোর মুখে খাস কলকাতায় একসঙ্গে নগদ পৌনে দু’কোটি টাকার উদ্ধার করলো কলকাতা পুলিশের এসটিএফ। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তর কলকাতার ইলিয়ট রোডে। নগদ টাকা ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না ও দামি ল্যাপটপ। কী কারণে ওই বিপুল পরিমাণ অর্থ সেই বাড়িতে রাখা হয়েছিল, তা জানার জন্যে বিশদ তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ।
এসটিএফ সূত্রে যা খবর, এই টাকা কিছুদিন আগেই এখানে এসেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। গতকাল গোপন সূত্রে এসটিএফের কাছে খবর এসেছিল ইলিয়ট রোডে মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও গয়না রাখা রয়েছে। সেই গোপন তথ্যের ভিত্তিতেই সোমবার গভীর রাতে ওই বাড়িতে হানা দেন এসটিএফের আধিকারিকরা। মহম্মদ ইমরানের বাড়িতে তল্লাশি চালাতেই একটি বড় সুটকেসে মেলে নগদ ১.৬২ কোটি টাকা, প্রচুর সোনার গয়না, ২টি দামী ল্যাপটপ ও ২টি দামী মোবাইল। এই বিপুল অঙ্কের টাকা মজুদের সাথে কোনও পাচার চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স।
কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসেছিল? কার মারফৎ তা এসেছিল? সে বিষয়ে ইমরানের বাড়ির কেউই মুখ খোলেননি। এমন কী এসটিএফ এর রেইডের ঘটনার সময় সেখানে ছিলেন না মহম্মদ ইমরান ও। তবে তাঁকে নাগালে পেলেই রহস্যভেদ সম্ভব হবে বলে মনে করছেন এসটিএফের আধিকারিকরা।
এর পাশাপাশি আজ একই দিনে কলকাতা থেকে বেআইনি অস্ত্র সহ দু’জনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতদের নাম সুজাত গোস্বামী ও মহম্মদ শাহিদ। তাদেরও দফায় দফায় জেরা করা হচ্ছে। এদের সাথে উদ্ধার হওয়া টাকা ও গয়নার যোগ আছে কিনা কিনবা এদের সাথে মহম্মদ ইমরানের কোনো যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে লাল বাজারের স্পেশাল টাস্ক ফোর্স।