দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পুজোয় বাকী আর মাত্র কয়েকটা দিন। উৎসবের রোষে ব্যাস্ত আপামোর বাঙালী।বাঙালীর বারোমাস মের তেরো পার্বনে এক নতুন সুখবর।
পুজোর মুখে নতুন সংবাদ। উৎসবের মরসুমে খুলে গেল ইকোপার্ক।দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল এই পার্ক। করোনা আবহে সমস্ত সরকারি বিধিনিষেধ মেনেই খুলেছে পার্কটি। তবে অন্যান্য পার্কের মতো এখানেও থাকবে অনলাইনে টিকিট কাটার কোনো বিশেষ সুবিধা নেই এই পার্ক। তাই পার্কে আসার পর টিকিট কাউন্টারে এসে টিকিট কাটতে হবে।
এই টিকিট কাউন্টারের সামনে যাতে বেশী ভীর না হয়, তার জন্য সামাজিক দূরত্ব মেনে এবং কড়া নজরদারি মেনে খোলা হয়েছে ইকোপার্ক।পার্ক খোলার আগে অবশ্য সমগ্র পার্ক স্যানিটাইজ করা হয়েছে। পার্কে ঢোকার আগে করা হয়েছে থার্মাল চেকিং।
পার্কে ঢোকার পূর্বে প্রত্যেকের মাস্ক বাধ্যতা মূলক করা হয়েছে।এছাড়া ইকোপার্কের ভিতরে সোশ্যাল ডিস্টেন্স যাতে মানা হয় সেই নজর রাখছেন সেখানকার নিরাপত্তারক্ষীরা। তবে এখন তেমন ভীর নেই পার্কে। তবে সেখানকার কর্মীরা আশাবাদী পুজোর আগে ভালোই ভিড় হবে সেখানে। আর সেই আশায় পার্ক খুলেছেন পার্ক কর্মীরা।
স্বাস্থ্য বিধি মেনেই পুজোর আগেই খুলে গেল ইকোপার্ক

