দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নানা সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল ক্লাব সমস্যা এড়িয়ে এবার ISL এ। ইনভেস্টর শ্রী সিমেন্ট এর সাথে তৈরি হয় যাবতীয় জট কাটিয়ে ক্লাবে নিযুক্ত হয়েছে বিদেশী কোচ। ঘোষণা হয়েছে লোগো ও নতুন নামও। এরপর অন্যান্যদের থেকে পিছিয়ে দল গঠন শুরু করেও কিন্তু যথেষ্ট প্রশংসনীয় দল গড়েছেন ইস্টবেঙ্গলের কর্তারা।
ইতিমধ্যে গোয়ায় কোয়ারেন্টাইন পর্ব শেষ করে কয়েকটি দল অনুশীলনেও নেমে পড়লেও এসসি ইস্টবেঙ্গল এই ব্যাপারে একটু পিছিয়ে রয়েছে। ইতিমধ্যেই ছ’জন বিদেশির কথা ঘোষণা করা হয়ে গিয়েছে দলের তরফে। বাকি রয়েছে এক বিদেশির ঘোষনা। এমন আবহে দেশীয় ফুটবলারদেরও নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল।
এস সি ইস্ট বেঙ্গল এর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় মোট ২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। এবার দল থেকে বাদ দেওয়া ফুটবলারদেরও একটা তালিকা প্রকাশ্যে এসেছে। ওই তালিকায় মোট ১৫ জন ফুটবলারের নাম নেই। তাঁদের নতুন দল খুঁজতে বলা হয়েছে। নতুন দল না পেলে ওই ফুটবলাররা ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে জায়গা পাবেন।
একনজরে ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলারদের স্কোয়াড:-
গোলরক্ষক: দেবজিৎ, শঙ্কর রায়, রফিক আলি সর্দার ও মির্শাদ।
ডিফেন্ডার: অভিষেক আম্বেকর, সামাদ আলি মল্লিক, গুরতেজ, নারায়ণ দাস, চুলোভা, মহম্মদ ইরশাদ, রেহন সিং ও রানা ঘরামি।
মিডফিল্ডার: শেহনাজ সিং, বিকাশ জাইরু, লিংডো, ইয়ুমনাম গোপী, আঙসুয়ানা, সুরচন্দ্র সিং, মহঃ রফিক ও লোকেন মিতেই।
ফরোয়ার্ড: জেজে ও বলবন্ত সিং।