করোনা আবহে নিয়ম মেনেই তৈরি করতে হচ্ছে পুজোর প্যান্ডেল। বিজেপি যুব মোর্চা, বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি সাংস্কৃতিক সেল সল্ট লেক ইজেডসিসিতে দুর্গাপূজার আয়োজন করে, কলকাতায় প্রথমবারের মত দুর্গাপূজার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সল্ট লেক এফডি ব্লক, একটি কমিউনিটি পূজা কমিটি হাইকোর্টের আদেশ অনুযায়ী তাদের প্যান্ডেল সাজায় অথবা দুর্গাপূজা উৎসবের প্রাক্কালে জঙ্গল বুকের থিম লাগানো একটি মডেল দিয়ে একটি সিফট প্ল্যাটফর্ম তৈরি করেছে, যাতে মানুষ ১০ মিটার দূর থেকে প্যান্ডেল পরিদর্শন করতে পারে।আর সেই ছবিই ধরা পড়লো কুন্তল চক্রবর্তী’র ক্যামেরায়।