২২, ২০২০ তারিখে কলকাতায় দুর্গাপূজা উৎসবের সময় বিজেপি মহিলা মোর্চা আয়োজিত ইজেডসিসি, সল্ট লেক সিটিতে দুর্গাপূজা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল এই উদ্বোধনের মঞ্চে নৃত্যপরিবেশন করেন ভারতীয় ওড়িশা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। গান পরিবেশন করেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মাননীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক আঞ্চলিক নেতৃত্ব।