দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দুর্গাপুজো বাঙালির সেরা উত্সব। আর সেরা উত্সবের সেরা শহর কলকাতা। থিমে-থিংক এ বা সবেকিয়ানা, কলকাতার তুলনাই হয় না। করোনা আবহে মন্ডপে দর্শক প্রবেশ নিষেধ। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার হাই কোর্টের এই নিদান মেনে বহু পুজো মণ্ডপেই চলছে পুজো। নবরাত্রি’র থিমে PPE পড়ে ডান্ডিয়া নাচ দেখেছি আমরা। কিন্তু নবমীতে চমকে দিলেন ভবানীপুরের অবসর ক্লাব। আজ ‘দ্য ক্যালকাটা মিররের’ ব্যুরো ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য। পিপিই পড়ে ধুনুচি নাচ করছেন দুই ক্লাব সদস্য। তাঁদের বক্তব্য, নবমীতে ধুনুচি নাচের সাথে কোনোভাবেই হবে না কম্প্রমাইস। তাই PPE পরেই করোনা বিধি মেনে তারা ধুনুচি নাচ করছেন। দেখে নিন সেই মুহূর্তের ছবি: