দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সল্টলেকের বিখ্যাত FD ব্লকের পুজোমণ্ডপ ভয়াবহ আগুনে পুড়ে ছাই। এই আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়েছিলো দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।


স্থানীয় সূত্রে খবর, দুর্গা প্রতিমা বিসর্জনের আগেই পুজোমণ্ডপে এই আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর না মিললেও পুরো পুজোমণ্ডপ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান মন্ডপের ভেতরের ইলেকট্রিক কানেকশন থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড। আজ বুধবার ভোরবেলায় মন্ডপে লাগা আগুনে এফডি ব্লকের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
সল্টলেকের মতো জায়গায় এভাবে আগুন লাগায়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে গেল। ক্লাবের কর্মকর্তাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিমা বিসর্জনের জন্য এলাকার সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল। সে জন্যে কিভাবে আগুন লেগেছে তার ফুটেজ পাওয়া অসম্ভব।