দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০২০ সালের ৩১ শে অক্টোবর ঘটে গেল একটি মহাজাগতিক ঘটনা। আজ আকাশে রাত ৮ টায় দেখা গেল ‘নীল চাঁদ’ বা ‘ব্লু মুন’। উল্লেখ্য, গত পয়লা অক্টোবর ইতিমধ্যেই ফুল মুন বা পূর্ণ চন্দ্র দেখা গিয়েছে। আর এবার আবারও ৩১শে অক্টোবর দেখা গেল ফুল মুন বা পূর্ণ চন্দ্র। আর এই আশ্চর্য মহাজাগতিক ঘটনা যখন ঘটে, অর্থাত্ আকাশে একই মাসে যখন দুবার পূর্ণ চন্দ্র বা ফুল মুন (পুর্ণিমা) দেখা যায় তখন দ্বিতীয় চন্দ্রটিকে বলা হয় ‘ব্লু মুন’। অর্থাত্ আজ এই পুর্ণিমা’র চাঁদ বৈজ্ঞানিক পরিভাষায় ‘ব্লু মুন’।
মুম্বইয়ের নেহরু প্ল্যানেটোরিয়ামের পক্ষ থেকে অরবিন্দ পরাঞ্জপে বলেন এর নাম নীল চাঁদ হলেও যে চাঁদের রঙ নীল হয়, তা কিন্তু নয়। জানা গিয়েছে যে, প্রায় তেরো বছর আগে ২০০৭ সালে জুন মাসে দেখা গিয়েছিল ‘ব্লু মুন’। তবে, আজ যদি আপনি এই ‘ব্লু মুন’ বা পুর্ণিমা দেখতে ভুল করেন তাহলে কিন্তু আরও ৩০ বছর অপেক্ষা করতে হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের যোগাযোগ শাখার বিজ্ঞান প্রসারের গবেষক টি ভেঙ্কটেশ্বরণ বলেন এই জটিল অঙ্ক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হিসেব করা হয়। এই মহাজাগতিক ঘটনা আবার ২০৫০ সালের সেপ্টেম্বর মাসে ঘটবে। প্রসঙ্গত, সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করে থাকেন।