দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সব মানুষের জন্যে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, শ্রমিক বিরোধী শ্রম কোড ও কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে তত্সহ রেল, প্রতিরক্ষা, ব্যাংক-বীমা সহ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রকে বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী ২৬’শে নভেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ও সহযোগী দলগুলি। আজ তার সমর্থনে কলকাতার পার্কসার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলো ১৬ টি বাম সমর্থিত দল।
আজকের এই মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সঙ্গে ছিলেন CPIM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ বামফ্রন্টের একাধিক জেলা ও শহরকমিটির সদস্যরা। আজ এই মিছিলে করোনা বিধি মেনেই শান্তিপূর্ণভাবে এগিয়ে চলা হয়েছে। সেই ছবিই ধরা পড়েছে আমাদের ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরায়-