দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ বুধবার বিজেপি যুব মোর্চা প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিসের সাথে ধস্তাধস্তিতে উত্তাল হয়ে ওঠে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ। আজ সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। এ মিছিলে পা মেলান বহু বিজেপি কর্মী সমর্থকরা। সেন্ট্রাল এভিনিউতে মিছিল এসে শেষ হয়। কিন্তু এরপরই শুরু হয় গণ্ডগোল।
বিজেপির যুবমোর্চার পথ আটকানোর জন্যে পুলিশের পক্ষ থেকে আগে থেকেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে । সেই ব্যারিকেড ভাঙতে গেলেই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। রীতিমতো উত্তাল হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভিনিউ। প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থকদের আটক করে পুলিশ।
সেই গণ্ডগোল চলাকালীন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র’র শ্লীলতাহানি করা হয়ে বলে এক পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনেন অভিনেত্রী। তার পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগও আনা হয় পুলিশের বিরুদ্ধে।
এরপরই বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা অভিযোগ আনেন রাজ্য সরকারের ওপরে। তিনি বলেন “বাংলার গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব মোর্চার কর্মী-সমর্থকদের বিপুল সংখ্যা দেখে ভয় পেয়ে যাচ্ছেন তাই বিজেপি কর্মীদের ওপর ‘লালবাজার’কে ব্যবহার করে অত্যাচার চালানো হচ্ছে।”
শঙ্কুদেব পান্ডা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন “এই ভাবে বাংলার যুব মোর্চাকে শেষ করা যাবে না, আটকানো যাবে না।” এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কে ২০২১ সে হারের জন্যে তৈরি থাকতে বলেন তিনি।