দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকার ও পূর্বরেলের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী বুধবার থেকে চালু হবে কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন। প্রতিদিন কলকাতা ও হাওড়া মিলিয়ে ১৮১ জোড়া ট্রেন চলবে বলে জানা গিয়েছে। যার মধ্যে শিয়ালদহ স্টেশন থেকে ১১৪ জোড়া মানে ২৪৮ টি ট্রেন চলবে।
তবে লোকাল ট্রেন চললেও ছোট স্টেশনগুলিতে দাঁড়াবে না। সব গুলিই গ্যালপিন ট্রেন। শুধুমাত্র বড় স্টেশনগুলিতে থাকবে স্টপেজ। সেই মতো ট্রেন চলাচলের সময়সূচি পরিবর্তন করতে পারে রেল। ১১৪ জোড়া ট্রেন চলবে শিয়ালদা থেকে। ৫০ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া থেকে। বাকি ট্রেন চলবে খড়গপুর শাখায়।
আজ কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন চালুর রূপরেখা ঠিক করতে নবান্নে ছিল গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা পুরনো টাইমটেবিলেই কিছু পরিমার্জন করে চলবে। করোনা সংক্রমণের আগে যত ট্রেন চলত তার ৫০ শতাংশ বা তার বেশি ট্রেন চলবে বিভিন্ন শাখায়।
স্বাস্থ্যবিধি মানার জন্যে লোকাল ট্রেনে সোশ্যাল ডিসট্যান্সিং নিশ্চিত করতে রাজ্য ও রেল যৌথভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। রেল যে স্টেশনগুলিতে নিরাপত্তা দিতে পারবে না সেখানে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ। তাছাড়া একেবারে ছোট স্টেশনগুলিতে থামবে না লোকাল ট্রেন। তবে তেমন স্টেশন যত কম রাখা যায় সেদিকে লক্ষ্য রাখবে রেল। ধীরে ধীরে বাড়বে ট্রেনের সংখ্যা।
আগামী সোমবার ট্রেনের সময় সূচী প্রকাশ করবে রেল। অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছেন দৈনন্দিন যাত্রীরা। দ্রব্যমূল্য কমার সম্ভাবনা বাড়ছে।