দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কলকাতার বুকে এই প্রথম, কোনও নিরাপত্তারক্ষীর উদ্দ্যোগে গড়ে উঠলো উদ্যান গ্রন্থাগার। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের ঘটনা। সেখানকার নিরাপত্তাকর্মী সত্যরঞ্জন দলুই উদ্যোগ নেন পার্কে একটি গ্রন্থাগার তৈরির। তাঁর এই ভাবনা বাস্তবায়নে সামিল হয়েছেন কলকাতা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্হানীয় পূজো কমিটির পাশাপাশি স্হানীয় বাসিন্দারা সকলেই।
জগৎ মুখার্জি পার্কের বর্তমান নিরাপত্তাকর্মী সত্যরঞ্জনবাবু প্রায়ই দেখতেন আশেপাশের স্কুলের অভিভাবকেরা এখানে এসে বসেন, গল্পগুজব করেন, সময় কাটান। সেখান থেকেই তার মাথায় আসে এই উদ্যোগের কথা। পরে তিনি তার ভাবনার কথা স্থানীয় পুজো কমিটি তথা কলকাতা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জানালে তারাও সত্যরঞ্জনবাবুর ভাবনাকে সাধুবাদ জানিয়ে তারাও এগিয়ে আসেন।
গোটা বিষয় নিয়ে কলকাতা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ মিত্র জানান, “ওঁর উদ্যোগ রয়েছে এবং আমাদের সহযোগিতায় আপাতত অল্প কিছু বই নিয়ে গড়ে উঠেছে এই গ্রন্থাগার। করোনা আবহাওয়া কেটে গেলে এই গ্রন্থাগারকে অন্য রূপ দেয়া হবে। পূর্ণরূপ পাবে কলকাতা পুরসভার প্রথম উদ্যান গ্রন্থাগার।”
সত্যরঞ্জনবাবুর এমন উদ্দ্যোগে সামিল স্থানীয় বাসিন্দারাও। তাদের কেউ দিয়েছেন বই, কেউ ম্যাগাজিন আবার কেউ দান করেছেন আলমারিও। সবে মিলিয়ে ছোট হলেও বেশ পরিপাটিতে সেজে উঠেছে এই গ্রন্থাগার। আট থেকে আশি, এই গ্রন্থাগার হবে সকলের জন্য।বই পড়া যাবে বিনামূল্যে। প্রতিদিন পার্ক খোলার সাথে সাথে খুলে যাবে গ্রন্থাগারও। জ্ঞানচর্চার পাশাপাশি মনোরম আবহের জন্যও থাকছে সাউন্ড সিস্টেমে ব্যবস্থা। যাতে আলতো সুরে বাজবে রবীন্দ্রসঙ্গীত।
বয়সের কোনো বাধা নেই। আট থেকে আশি সকলেই উদ্যানের সবুজের সমাবেশে লাইব্রেরি থেকে যে কোন বই পড়তে পারেন। গৃহবধূ থেকে নবীন প্রজন্মের মোবাইল আসক্ত যুবকেরাও এই পার্কে এলে একবার লাইব্রেরীতে ঢুঁ মেরে যান।