দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল রেল-রাজ্য বৈঠকের পরই জানা গিয়েছিল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তিনটি ডিভিশনে মোট ১৮১ জোড়া বা ৩৬২টি লোকাল ট্রেন চালানো হবে। এরমধ্যে শিয়ালদা ডিভিশনে ২২৮টি ট্রেন, হাওড়া ডিভিশন-১০০টি এবং খড়্গপুর ডিভিশনে ৩৪টি ট্রেন পরিষেবা দেবে। তবে কাল বৈঠকের পর সময়সারণী প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, শীঘ্রই রেলের তরফে সময়সরণী প্রকাশ করা হবে।
রেল সূত্রে যা যা জানা গিয়েছে তাতে শিয়ালদা মেন লাইনে ২২৪টি ট্রেনের মধ্যে মাত্র ৬০টি ট্রেন চলতে পারে। করোনা কালের আগে শিয়ালদা সাউথে ৩৩৪টি লোকাল ট্রেন চলত। বুধবার থেকে এই শাখায় ৭২টি ট্রেন চলবে। যদিও চক্ররেলে (দমদম-মাঝেরহাট শাখা) ১০টি ট্রেনই চলবে। অপরদিকে হাওড়া শাখায় ১১৩ জোড়া ট্রেনের মধ্যে চলতে পারে মাত্র ১৯ জোড়া ট্রেন। এরমধ্যে দিনের ব্যস্ত সময়ে (অফিস টাইম) শিয়ালদা মেনে ১৯টি ট্রেন ঢুকবে ও ১৬টি ট্রেন ছাড়বে। শিয়ালদা সাউথে ১২টি ট্রেন ঢুকবে আর ১১টি ট্রেন ছাড়বে। হাওড়ায় ব্যস্ত সময়ে ১৫টি ট্রেন ঢুকবে এবং ১২টি ট্রেন ছাড়বে। তবে ট্রেনগুলি সব স্টেশনেই দাঁড়াবে নাকি কিছু ট্রেন গ্যালপিং চলবে সেটা জানা যায়নি।
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদা কৃষ্ণনগর শাখায় চলাচল করবে ৩৯ জোড়া ট্রেন। যার মধ্যে
শিয়ালদা-ডানকুনি ১৪ টি ট্রেন
শিয়ালদা-বনগাঁ ৪২ টি ট্রেন
শিয়ালদা-লালগোলা ৪ টি ট্রেন
শিয়ালদা হাসনাবাদ ১৪ টি ট্রেন
নৈহাটি-ব্যান্ডেল ১২ টি ট্রেন
শিয়ালদা-কৃষ্ণনগর ১৮ টি ট্রেন
শিয়ালদা-শান্তিপুর ১৪ টি ট্রেন
শিয়ালদা-গেদে ১৪ টি ট্রেন
শিয়ালদা-রানাঘাট ১০ টি ট্রেন
শিয়ালদা-কল্যাণী ১০ টি ট্রেন
শিয়ালদা-নৈহাটি ৮ টি ট্রেন
নৈহাটি-ব্যান্ডেল ১২ টি ট্রেন
রানাঘাট-বনগাঁ ১০ টি ট্রেন
রানাঘাট-গেদে ২ টি ট্রেন


শিয়ালদা সাউথ শাখায় চলাচল করবে ৯৮ টি ট্রেন। এরমধ্যে
শিয়ালদা-বারুইপুর/সোনারপুর ২২ টি ট্রেন
শিয়ালদা-ক্যানিং ১৮ টি ট্রেন
শিয়ালদা-ডায়মন্ড হারবার ১৬ টি ট্রেন
শিয়ালদা-লক্ষিকান্তপুর/নামখানা ২৪ টি ট্রেন
শিয়ালদা-বজবজ ১৮ টি ট্রেন
হাওড়া থেকে চলাচল করবে ৩৮ টি ট্রেন। এরমধ্যে….
হাওড়া-ব্যান্ডেল ১২ টি ট্রেন
হাওড়া-বর্ধমান (ভায়া মেন) ৬ টি ট্রেন
হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড) ৮ টি ট্রেন
হাওড়া-আরামবাগ ২ টি ট্রেন
হাওড়া তারকেশ্বর ৬ টি ট্রেন
হাওড়া-কাটোয়া ৪ টি ট্রেন