দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ রেলের পক্ষ থেকে লোকাল ট্রেনের মাসিক টিকিট নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলতি বছরের ২১শে মার্চ লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার দিন যাদের মান্থলি টিকিটে যতটুকু সময় বাকি (Pending Journey) ছিল তা আবারও তাঁদের নতুন টিকিটে ফিরিয়ে দেওয়া হবে।
রেলের তরফ থেকে এও জানানো হয়েছে যে এই রিনিউয়ালের জন্যে জন্য আগামী সোমবার অর্থাত্ ৯ তারিখ থেকেই থেকেই স্টেশনে স্টেশনে টিকিট কাউন্টার খুলে দেওয়া হবে যাতে যাত্রীরা মাসিক টিকিটের মেয়াদ সংশোধন করে নিতে পারেন। পূর্ব ও দক্ষিণপূর্ব রেলের নিত্যযাত্রীরা অনেকে ১ মাসের কেউ বা ৩ মাসের আবার কেউ বা ৬ মাসের মাসিক টিকিট কেটে রেখে দেন। তার জেরে নিত্যদিন তাদের টিকিট কাটার লাইনে দাঁড়াতে হয় না। এবার তাদের মার যাওয়া সময় তারা নতুন টিকিটে যুক্ত করে নিতে পারবেন বা ডেট পরিবর্তণ করে নিতে পারবেন।
অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে গত ৮ মাস ধরে আমজনতার জন্য লোকাল ট্রেন বন্ধ থাকায় ওই সব কেটে রাখা মাসিক টিকিটের মেয়াদও শেষ হয়ে গিয়েছে সকলের কিন্তু যাত্রা করা হয় নি অর্থাত্ তাদের ওই টাকাটা এতদিন ধরে নেওয়ায় হয়েছিল মার যাবে। কিন্তু রেলের এই পদক্ষেপে তারা এখন যথেষ্ট খুশি সেই সঙ্গে রেলকে এখন টিকিটের টাকা ফেরত না দিয়ে যাত্রীদের মেয়াদ ফিরিয়ে দিলেই হবে। আগামী ১১ তারিখ, বুধবার থেকে লোকাল ট্রেন চালু হলে, সংশ্লিষ্ট সিজন টিকিটের মেয়াদ যোগ করার পর তা নিয়ে ভ্রমণ করা যাবে। কিন্তু টিকিতে পুরোনো ডেট থাকলে তা কিন্তু গ্রাহ্য করা হবে না, তা জরিমানার আওতাভুক্ত হবে। করে তা বাড়িয়ে দেওয়া হবে।
এখন দেখে নিন এক ঝলকে, বিষয়টা কী হবে- ধরুণ কারও সিজন টিকিটের মেয়াদ ছিল ১১ এপ্রিল পর্যন্ত। অথচ ২১ মার্চের পর তিনি ট্রেনে যাতায়াতের সুযোগ পাননি। সেক্ষেত্রে আগামী ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হলে তিনি এক্সট্রা ওই ১০ দিন তাঁর টিকিতে যুক্ত করে নিতে পারবেন। এর জন্য অবশ্য সংশ্লিষ্ট কাউন্টারে গিয়ে টিকিটের দিনক্ষণ বদল করিয়ে নিতে হবে তাঁকে।
এখনো অবোধ রেল সূত্রে খবর, নিত্যযাত্রীরা এই টিকিট পরিমার্জনা সংক্রান্ত পরিষেবা নিতে আগামী ৯ তারিখ সকাল ৮টা থেকে টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারবেন। যে কাউন্টার থেকে মান্থলি কেটেছিলেন, সেই কাউন্টারে গিয়েই তা দেখিয়ে পুরোনো সময় কে নতুন দিনক্ষণে বদল করে নিতে পারবেন।