32 C
Kolkata
Monday, March 27, 2023
More

    নতুন মার্কিনি প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন গায়ক অনুপম রায় !

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অপেক্ষার অবসান। মার্কিনি নাগরিকদের মতদানেই ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প জমানার অবসান ঘটিয়ে মসনদে বসতে চলেছেন বাইডেন।বাইডেন ক্ষমতায় আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়ছে সমর্থকরা এবং এই সঙ্গে খুশিতে সামিল ভারতীয়রাও।

    আমেরিকার রাজনীতিতে কয়েক দশক ধরে যুক্ত জো বাইডেন ৷ প্রথমে সেনেটার এবং পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন৷ ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ওবামার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক ছিলেন জো ৷ তবে এবারের গল্পটা একটু আলাদা।এবার নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পাকাপোক্ত ভাবে নিজ স্থান দখল করলেন তিনি৷ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিমধ্যেই এক নজির গড়লেন বাইডেন, কারণ তিনিই হলেন প্রবীণতম মার্কিন প্রেসিডেন্ট৷ এর আগে আমেরিকার সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প ৷ শপথ নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৭০ ৷ তবে বাইডেনার বয়স ৭৭ বছর। মার্কিন ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট তিনিই।

    প্রেসিডেন্টের লড়াইয়ের পর বাইডেন ক্ষমতায় আসতেই উচ্ছ্বসিত ভারতীয়রাও। তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন অনেকেই। ঠিক তেমনই সম্প্রতি ট্যুইটারে জো বাইডেনকে জয়ের শুভেচ্ছা জানালেন গায়ক অনুপম রায়। অনুপম তাঁর ট্যুইটারে হ্যান্ডেলে লিখলেন, “দেরি করে হোক বা আগে আসুক জয় সব সময় সব খারাপ কিছুকে পরাস্ত করে। শুভেচ্ছা ইউএসএ। অভিনন্দন জো বাইডেন” শুধু অনুপম নয় আজ গোটা দেশের মানুষই জো বাইডেনের জয়ে উচ্ছ্বসিত।

    অনুপম রায়

    উল্লেখ্য, ৭২ ঘণ্টার জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে প্রকাশ পেল জো বাইডেনের নাম। শুধু তাই নয়, এবার মার্কিনের ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারি। মার্কিন মসনদ দখলে প্রয়োজনীয় সংখ্যা ছিল ২৭০। তবে বাইডেনের ইতিমধ্যেই সংগ্রহ করেন ২৯০ টি ইলেক্টোরাল ব্যালট।

    শনিবার ভোটগণনার শুরুতে বাইডেন শিবিরের হাতে ছিল ২৫৩টি ইলেকটোরাল ভোট। এবং ২১৪ টি ভোট থাকে ট্রাম্প শিবিরের ঝুলিতে। আশায় থাকলেও শেষ রক্ষা হলোনা ট্রাম্পের। পেনসিলভেনিয়ানের গনিত ভোটই বাইডেনের ঝুলি ভরিয়ে দেয়। তাই ৭৮ বছর বয়সে ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে মার্কিন মসনদের ইতিহাসে নাম লেখালেন জো বাইডেনই।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...