25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    বুধবার থেকে মোট ৬৯৬ টি লোকাল ট্রেন চলবে, সিটে বসার নিয়মেও এল বদল

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানালেন, আগামী বুধবার থেকে রাজ্যে ৬৯৬ টি লোকাল ট্রেন চলবে। কোন ডিভিশনে কত ট্রেন চলবে, তা তাঁর টুইটে স্পষ্ট করে বলা নেই। উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় একটি টুইটবার্তায় রেল মন্ত্রী জানান, ‘‘১১’ই নভেম্বর (বুধবার) থেকে পশ্চিমবঙ্গের শহরতলিতে ৬৯৬ টি ট্রেন চালাবে রেল। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার সহায়তায় যাত্রীদের সুবিধা, স্বাচ্ছন্দ্যকর যাত্রা এবং মানুষের জন্য চলাচল সহজ হবে।’’

    প্রসঙ্গত, লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য জোরকদমে প্রস্তুতি চলছে রেলে। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে লোকাল ট্রেনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে পূর্ব রেলের তরফে এখনও সরকারিভাবে কোনও সময়সূচি প্রকাশ করা হয়নি। কতগুলি ট্রেন চলবে, তাও সঠিক করে জানানো হয়নি। তবে সূত্রের খবর, করোনাভাইরাস আবহের আগে যত সংখ্যক ট্রেন চলত, তার ৪০-৪৫ শতাংশের মতো ট্রেন চালানো হবে। সূত্রের খবর এই বিষয়ে আজ বা আগামীকাল রাজ্য সরকার এবং রেলের কর্তাদের মধ্যে একপ্রস্থ আলোচনার পর নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে।

    ইতিমধ্যে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে ট্রেনে স্যানিটাইজেশনের কাজ চলছে। স্টেশনের বিভিন্ন চত্বরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ট্রেনের ভিতরে আসন, হাতলেও স্যানিটাইজেশন করা হচ্ছে। পূর্ব রেলের তরফে প্রকাশিত ছবিতে ইঙ্গিত মিলেছে যে আপাতত ট্রেনের কামরার প্রতিটি দিকের মাঝের আসনে ‘ক্রস’ চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে। অর্থাৎ মেট্রোর ধাঁচে লোকাল ট্রেনেও সব আসনে বসা যাবে না।

    লোকাল ট্রেনের কামরার তিনটি আসনের মধ্যে মাঝের আসনে যাত্রীরা বসতে পারবেন না। তবে লোকাল ট্রেনের তিনজনের আসনে চারজন করে বসার রেওয়াজ আছে। সেক্ষেত্রে একদিকের আসনে দু’জন করে যাত্রীদের বসার অনুমতি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। একইসঙ্গে লোকাল ট্রেনে দাঁড়িয়ে যাত্রা করার ক্ষেত্রেও সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হচ্ছে।

    তবে বিশেষজ্ঞ মহলে জল্পনা, রেল অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চালানোর কথা বলেছে। পাশাপাশি লোকাল ট্রেনের সংখ্যাও অর্ধেকের কম থাকবে। কিন্তু সেই সর্বোচ্চ সীমা কতটা মানা সম্ভব হবে, তা নিয়ে ধন্দ আছে। মেট্রোর ক্ষেত্রে যেভাবে যাত্রী নিয়ন্ত্রণ সম্ভব বা সর্বোচ্চ সীমা বেঁধে রাখা সম্ভব, লোকাল ট্রেনের ক্ষেত্রে সেই ধারাবাহিকতা বজায় রাখা যথেষ্ট সমস্যার বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...