দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী পরশু অর্থাত্ বুধবার থেকে কলকাতা ও শহরতলিতে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে রেল সূত্রে খবর শিয়ালদহ শাখায় ৪৫ শতাংশের মতো ট্রেন চালু করা হবে। সেই হিসেব মত শিয়ালদহ-বনগাঁ লাইনে প্রাথমিকভাবে সর্বমোট ৩৯ টি ট্রেন চলবে। একনজরে দেখে নিন সেই ট্রেনগুলির সময়সূচি –
বনগাঁ-শিয়ালদহ ডাউন ট্রেন (কয়েকটি ট্রেন দত্তপুকুর, গোবরডাঙা এবং হাবড়া থেকে ছাড়বে) :
রাত ২ টো ৫৮ মিনিট।
ভোর ৪ টে ২৫ মিনিট।
সকাল ৬ টা ৫০ মিনিট।
সকাল ৮ টা ৮ মিনিট।
সকাল ৮ টা ৩২ মিনিট।
সকাল ৯ টা ৫ মিনিট।
সকাল ৯ টা ৪৩ মিনিট (দত্তপুকুর থেকে)।
সকাল ১০ টা ২৮ মিনিট।
সকাল ১১ টা ৩৭ মিনিট (গোবরডাঙা থেকে)।
বেলা ১২ টা ৪৭ মিনিট (হাবরা থেকে)।
দুপুর ২ টো ১২ মিনিট।
দুপুর ২ টো ৫৮ মিনিট (হাবরা থেকে)।
বিকেল ৪ টে ১৫ মিনিট।
বিকেল ৪ টে ৫৩ মিনিট।
বিকেল ৫ টা ৩০ মিনিট।
বিকেল ৫ টা ৩৫ মিনিট (দত্তপুকুর থেকে)।
সন্ধ্যা ৬ টা ৫৭ মিনিট।
রাত ৯ টা ১৫ মিনিট।
রাত ৯ টা ২০ মিনিট (গোবরডাঙা থেকে)।
রাত ৯ টা ৩৫ মিনিট।
শিয়ালদহ-বনগাঁ আপ ট্রেন (একটি ট্রেন শুধু দমদম থেকে ছাড়বে) :
ভোর ৫ টা ৫৪ মিনিট।
সকাল ৭ টা ১২ মিনিট।
সকাল ৮ টা ১০ মিনিট।
সকাল ৮ টা ৩০ মিনিট। (দত্তপুকুর পর্যন্ত)।
সকাল ৯ টা ১০ মিনিট (গোবরডাঙা পর্যন্ত)।
সকাল ১০ টা ৮ মিনিট।
সকাল ১১ টা ২০ মিনিট (হাবরা পর্যন্ত)।
দুপুর ১ টা ৩২ মিনিট (হাবরা পর্যন্ত)।
দুপুর ১ টা ৩২ মিনিট।
দুপুর ৩ টে ১২ মিনিট।
বিকেল ৪ টে ২৬ মিনিট (দত্তপুকুর পর্যন্ত)।
বিকেল ৫ টা ১২ মিনিট।
বিকেল ৫ টা ৪৬ মিনিট।
সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিট।
সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট (দমদম জংশন থেকে গোবরডাঙা পর্যন্ত)।
সন্ধ্যা ৭ টা ২৪ মিনিট।
রাত ৯ টা ৪ মিনিট।
রাত ১০ টা ৩৪ মিনিট।
রাত ১১ টা ৪০ মিনিট।