দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তপসিয়া রোডের বস্তি। অগ্নি সংযোগের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৬টি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনাস্থলে ফের আরও ৬টি ইঞ্জিন পৌঁছয় সাথে পৌঁছয় অগ্নিনিবারণকারী রোবটও। এই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে মঙ্গলবার দুপুরে তপসিয়া ২৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
আগুনের কড়াল গ্রাসে পুড়ে ছাই অধিকাংশ ঝুপড়ি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দমকলমন্ত্রী সুজিত বসু। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চলে। যদিও কী থেকে আগুন লেগেছে, যদিও সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। সামনেই কালীপুজো। উত্সবের প্রাক্কালে এমন একটি ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন বস্তিবাসীরা। হতাহতের কোনো খবর নেই, তবে সব হারিয়ে সর্বহারা ১০০টি পরিবার।
প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ বস্তিতে আগুন লাগে। বস্তির ভস্ম হয়ে যাওয়া ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দমকল মন্ত্রী সুজিত বসুর অনুমান, একটি গুদাম ঘর থেকেই এই আগুন বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তিটি ঘিঞ্জি হওয়ার কারণে দ্রুত তা ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক জাভেদ খানও। এই মূহুর্তে আগুন নিভেছে।