দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। করোনা আবহে দীর্ঘ সাড়ে সাত মাস পর রেলের ট্র্যাকে গরালো লোকাল ট্রেনের চাকা। এই লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। রেল থেকে রাজ্য, রাজ্য থেকে রেল, শেষ পর্যন্ত ‘বিক্ষোভ’, ‘অবরোধ’, ‘লাঠিচার্জ’ আর শেষে ৪৫% ট্রেন চলার প্রতিশ্রুতি দিয়ে লোকাল ট্রেনের নতুন করে যাত্রা শুরু। কিন্তু এই নিউ নরমালে কেমন ভাবে শুরু হল লোকাল ট্রেনের প্রথম ‘চক্রক্ষেপ’!
আজ সকাল ৮:৪৫ এর বনগাঁ লোকালের যে চিত্র সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, খাতায় কলমে, কার্য, চলনে রেলের যে কড়া SOP ছিল সেটা কার্যত ভিড়ের কাছে অসহায়। যে ভিড়ের জন্যে কুখ্যাত বনগাঁ লোকাল, সেই কুখ্যাত চিত্র কিন্তু আজকেও সেই একই রয়েছে। যাত্রীদের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের যে চিত্র রেল বার বার দাবি করেছিল, সে দাবি কিন্তু ‘ফানুসের’ মত উড়ে গিয়েছে। সেই সাথে স্টেশনে মানুষ সিঁড়ি দিয়ে ওঠা নামা করছে প্রায় একে ওপরে গা ঘেঁষেই।
গতকাল পর্যন্ত নবান্ন ও রেল একযোগেই ঘোষণা করেছিল যে সকলকেই থার্মাল স্ক্যান করেই প্রবেশ করতে হবে, স্টেশনে দাঁড়াতে হবে পরস্পরের থেকে তিন গজ দূরত্ব রেখেই। কিন্তু আজ বারাসাত স্টেশনে সকালে বনগাঁ লোকাল ঢোকার আগেই স্টেশনের যে চিত্র তৈরি হয়েছিল তা দেখে কোনভাবেই বোঝার নয় যে সেটা কোভিড আবহে শুরু হওয়া নতুন রুল মেনে লোকাল ট্রেন চলাচল।
ইতিমধ্যে সকাল থেকে জেলায় জেলায় যে চিত্র উঠে আসছে তাতে ভিড় নিয়ন্ত্রণ করাই এখন রেলের কাছে বড় চ্যালেঞ্জ। তবে পরিদর্শকদের একাংশের মতে সাধারণ মানুষ নিজের সুরক্ষা নিয়ে না ভাবলে তাকে জোর করে সুরক্ষা বিধির মধ্যে প্রবেশ করানো সম্ভবপর নয়। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণা’র করোনা সংক্রমণ রাজ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। সেখানে ভয় ছিল লোকাল ট্রেন চালু হলে এই সংক্রমণ বাড়বে কিনা। তবে আজ সকালে বারাসাত স্টেশনে দাঁড়ানো বনগাঁ লোকাল দেখে সেই শঙ্কার মেঘ অনেকটাই ঘন হলো বলে মনে করছে বিশেষজ্ঞরা।