দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসুস্থ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখনও তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক। আজ বেলভিউ সূত্রে জানা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র্যাকিওস্টোমি করা হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তিনি করোনা আক্রান্ত ছিলেন। যদিও বর্তমানে করোনা মুক্ত অভিনেতা। তবে, গত অষ্টমী থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক।অবস্থার কোনও অবনতিও হয়নি অবস্থার কোনও উন্নতি হয়নি। কিডনি দুটোই অসুস্থ, যা ঠিক করার জন্যে ইতিমধ্যেই বেশ কয়েকবার ডায়ালিসিস করা হয়েছে অভিনেতার। অভিনেতার শারীরিক অবস্থা ক্রমাগত চিন্তায় রেখেছে চিকিত্সকদের।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র্যাকিওস্টোমি করার কথা থাকলেও বয়সের কথা ভেবে সোমবার তা করা হয়নি। আজ অভিনেতার ট্র্যাকিওস্টোমি করা হবে। এরপর অভিনেতা শারীরিক অবস্থা দেখেই বাকি মেডিক্যাল প্রসিডিওরের সিদ্ধান্ত নেওয়া হবে।