দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১০০% করছে রেল। বুধবার ভিড়ের চেহারা দেখে মুখ্যমন্ত্রী বিকেলে নবান্নে বলেছিলেন ট্রেন না বাড়লে ভিড় কমবে না। আর সে বিষয়টি গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার রেল-রাজ্যের বৈঠকে স্থির হয়েছে, দিনের ব্যস্ততম সময়ে হাওড়া-শিয়ালদহ শাখায় চলবে ১০০ শতাংশ লোকাল ট্রেন। অবশেষে মুখ্যমন্ত্রীর প্রস্তাবেই সিলমোহর দিলো রেল। যা এক কথায় নিত্য যাত্রীদের জন্যে দারুণ খবর।
অফিস টাইমে ১০০% ট্রেন চললে ভিড় সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন রেলকর্তারা। আর এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহ থেকেই এই বিপুল পরিমাণ পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে এদিনের আলোচনায় ট্রেনের হকারদের ভাগ্য নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, নিউ নর্মালে ৪৬ শতাংশ লোকাল ট্রেন চালিয়ে পরিষেবার নতুন করে শুরু হয়েছে । আর প্রথম দিনেই অফিস টাইমের ভিড়ের দৃশ্য বিতর্ক তৈরি করেছে রেলকর্তা থেকে প্রশাসনিক কর্তাদের মহলে। শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনে ভিড় খুব স্বাভাবিক ঘটনা। বুধবার নিউ নরমালে লোকাল চালুর প্রথমদিন পরিকল্পনামতো ট্রেন চালিয়েও দেখা গেল, ভিড়ের সেই পরিচিত দৃশ্য’র পাশাপাশি সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে দেওয়ার ঘটনা। দেখা গিয়েছে একটি কামরায় যতজন পেরেছেন, উঠে পড়েছেন। এমনকি কোলে বসেও যাত্রা করেছেন যাত্রীরা।
এর আগের বৈঠক অনুযায়ী, শিয়ালদহ-হাওড়ায় মোট ৬৯৫টি ট্রেন চলার কথা ছিল। তার মধ্যে শিয়ালদহে নিত্যযাত্রীদের সংখ্যা বেশি থাকায় লোকালের সংখ্যা ছিল ১৮১ জোড়া। কথা ছিল, প্রতিটি ট্রেনে যাত্রীসংখ্যা ৬০০-র মধ্যে বাঁধা হবে। অফিসের ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান বাড়ানো হবে। স্টেশনের ভিড় নিয়ন্ত্রণে থাকবে আরপিএফ, রাজ্য পুলিশ। কিন্তু প্রথম দিনের ছবিতে সেইসব SOP’র কোনো প্রতিফলনই ছিল না।
এই পরিস্থিতিতে নতুন করে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার ফের আলোচনায় বসে রেল ও রাজ্যের প্রতিনিধিরা। ভবানী ভবনের বৈঠকে দু’পক্ষই ঐক্যমত্যে আসে যে অফিসের ব্যস্ত সময়ে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানো হোক। অর্থাত্ হাওড়া, শিয়ালদহ – দুই শাখাতেই বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। আর চলতি সপ্তাহ থেকেই কার্যকর হতে চলেছে তা। এর ফলে ভিড় কমবে আর অন্যান্য পরিবহনের ওপরেও চাপ কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।