দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী ২০ নভেম্বর ছট পুজো। ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের নির্দেশে বলা হয়েছে এবছর রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে গ্রীন ট্রাইব্যুনালের নিয়ম মেনেই ছট পূজা নিষিদ্ধ। এবার বিকল্প উপায় হিসেবে কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা। আর এ কাজে কলকাতা পুরসভাকে সহয়তা করছে কেএমডিএ। পৌরসভা সূত্রে জানা গিয়েছে গতবছরের তুলনায় এ বছর বেশি কৃত্রিম জলাশয় তৈরি হচ্ছে।
কলকাতা পুরসভা সূত্রে সোনা গিয়েছে, এবার অনেক বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে কারণ করোনা আবহে এবছর বিধি নিষেধ রয়েছে। তাই সুরক্ষা ও দূরত্ব বিধি যাতে সঠিকভাবে পালন করা যায় তার জন্যে এবার ১৩০ টির বেশি গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয় তৈরি করা হবে। এর উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৫৫ টি কৃত্রিম জলাশয় ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে।
কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সূত্রে এও খবর যে গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সুরক্ষার অংশ হিসেবেই কলকাতা পুরসভার পক্ষ থেকে সব ঘাটে পর্যাপ্ত মাস্ক বিলি করা হবে। কৃত্তিম ঘাটগুলিতে পর্যাপ্ত শৌচালয় এবং মহিলাদের পোশাক পরিবর্তনের আলাদা জায়গা করা হচ্ছে। থাকছে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা ও সেই সঙ্গে সামাজিক দূরত্ব বিধি সংক্রান্ত নজরদারি।