দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ সন্ধ্যে ঢলতেই হাওড়া ব্রিজের ওপরে ঘটে যায় আকস্মিক দুর্ঘটনা। হাওড়া থেকে কলকাতা (হরিনাভি) অভিমুখী একটি মিনি বাসে আগুন ধরে যায়। মূহুর্তে হাওড়া ব্রীজে যানজট তৈরি হয়ে যায়। অফিস ফেরত জনতার ভিড় সহ কলকাতা অভিমুখী গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে। মূহুর্তে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
দমকলের প্রচেষ্টায় আগুন আয়ত্বে আনা হয়। ঘটনায় কেউ হতাহত হয় নি। সময়েই ড্রাইভার সহ যাত্রীরা নেমে যেতে পেরেছিলেন। প্রাথমিক তদন্তে ইঞ্জিনের গোলযোগের কারণে এই আগুন বলে মনে করছে দমকলের কর্তারা। বৃহস্পতিবারের অফিসটাইমের এই জ্যামে অনেক অফিস ফেরত জনতাকেই দুর্ভোগের শিকার হতে হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে বাসের গতি কম থাকায় আগুন ঝট করে ছড়িয়ে পড়তে পারে নি। বাসটির ৭৫% ভাল রয়েছে। ড্রাইভারের কেবিন সহ কিছু অংশ আগুনে সম্পুর্ন পুড়ে গিয়েছে। মূহুর্তে ধোঁয়াতে ছেয়ে যায় হাওড়া ব্রীজ। বড় বাজার থানার পুলিশ ও কর্তব্যরত ট্রাফিক পুলিশের সম্যক তত্পরতাতে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেল বলেই মনে করছেন পথচলতি মানুষেরা। ট্রাফিক পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।