দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: তাল থেকে মূল শহরে আসা জলের পাইপে ফাটল। আর সে পাইপ মেরামতির জন্য আগামী শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে রবিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত উত্তর কলকাতায় জল সরবরাহ বন্ধ থাকবে। আগামী রবিবার বিকেল থেকে তা স্বাভাবিক হবে। সূত্রের খবর, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পেছনে যে রেললাইন রয়েছে , সেখানেই এই জলের পাইপ ফেটে গিয়েছে। আর এই পাইপে ফাটলের কারণে হাসপাতালের জরুরি বিভাগের সামনে জল থইথই কান্ড। রেললাইনের একাংশেও জল দাঁড়িয়ে গিয়েছে। এই বিষয়ে কলকাতা পুরনিগমের ‘ওয়াটার ডিপার্টমেন্ট’ এর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ৬৪ ইঞ্চি’র একটি পাইপ ফেটে গিয়েই এই বিপত্তি হয়েছে। তা স্থায়ীভাবে সারাই করতে হবে। সেইজন্যে জল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কলকাতা পুরনিগম।
এই বিষয়ে পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, ‘আর জি কর হাসপাতালের কাছে বড়সড় লিক হয়েছে। আগেও ছিল। সাময়িকভাবে মেরামতি করা হয়েছিল। আজ আবার পাইপ ফেটে গিয়ে রেললাইন-সহ বিভিন্ন জায়গায় জল বেরিয়েছে। স্থায়ীভাবে এটির সমাধান করতে হবে। তাই শনিবার আমরা টালা বন্ধ রাখব। রবিবার সকালের মধ্যে কাজ শেষ হয়ে গেলে আমরা স্বাভাবিক জল সরবরাহ করতে পারব বলে আশা করছি।’
এই বিষয়ে পুর ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী শনিবার সকালে জল সরবরাহ স্বাভাবিক ভাবেই করা হবে। তারপর শনিবার বিকেল থেকে উত্তর কলকাতায় পরিষেবা বন্ধ হবে। রবিবার বিকেল থেকে আবারও জল পাওয়া যাবে। তবে গার্ডেনরিচ থেকে কলকাতার যেখানে যেখানে জল সরবরাহ করা হয়, সেখানে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর এ বিষয়ে আজ বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে।