দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শুক্রবার সকালেই উত্তর শহরতলির কেষ্টপুর এলাকায় ভিআইপি রোডের ওপরে ভিড়ে ঠাসা এক চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ধরে গেল। তবে আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল কলকাতা শহরমুখী বহু মানুষ। কিছুটা কপাল আর বাকিটা স্থানীয়দের তত্পরতায় বেঁচে গেলেন ওই বাসের যাত্রীরা। এই ঘটনার জেরে অফিস টাইমে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেষ্টপুরে।তীব্র যানজটে থমকে গিয়েছে শহরের ব্যস্ততম এই বিশেষ বাইপাস সড়কটি।
সূত্রের খবর শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিআইপি রোডের ওপরে দাঁড়িয়ে থাকা ডানকুনির দিকে যাওয়া একটি বেসরকারি বাসে আগুন লাগে। ভিড়ে ঠাসা সেই বাসে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সেই সাথে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা চিত্কার-চেঁচামেচি শুরু করার পাশাপাশি অনেকেই চলন্ত বাস থেকেই লাফ দেন প্রাণে বাঁচার জন্য। তাতে তাঁরা যেমন আহত হন তেমনি বাস থামতেই হুড়মুড়িয়ে নামতে গিয়ে আরও কয়েকজন জখম হয়েছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারাই পথের ওপরে ব্যস্ত সময়ে দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকা বাসটিতে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পাশের খাল থেকে জল তুলে তাঁরাই বাসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে দেন। যদিও আগুনের তাপে তাঁরা কার্যত বাসের ধারে কাছেও ঘেঁষতে পারেননি। এর ফলে আজ সকালে দুর্ভোগের মুখে পড়লেন কয়েক হাজার অফিসমুখী মানুষ। ঘটনার পর থেকে এখনও অবধি ভিআইপি রোডে একটি লেন দিয়েই দুই দিকের যান চালানো হচ্ছে। তাই উল্টোডাঙ্গা পর্যন্ত গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, আসে দমকলের ২টি ইঞ্জিনও। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা গুন নেভাতে সক্ষম হলেও বাসটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাজপথে শুধু দাঁড়িয়ে রয়েছে আগুনে পুড়ে খাক হয়ে যাওয়া বাসের কঙ্কাল। বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়ে যারা আহত হয়েছিলেন তাঁদের মধ্যে একজন গুরুতর ভাবে জখম হওয়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।