24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    ভিআইপি রোডের ওপরে ভিড়ে ঠাসা এক চলন্ত যাত্রীবাহী বাসে আগুন! পুড়ে ছাই নিমেষে!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শুক্রবার সকালেই উত্তর শহরতলির কেষ্টপুর এলাকায় ভিআইপি রোডের ওপরে ভিড়ে ঠাসা এক চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ধরে গেল। তবে আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল কলকাতা শহরমুখী বহু মানুষ। কিছুটা কপাল আর বাকিটা স্থানীয়দের তত্‍পরতায় বেঁচে গেলেন ওই বাসের যাত্রীরা। এই ঘটনার জেরে অফিস টাইমে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেষ্টপুরে।তীব্র যানজটে থমকে গিয়েছে শহরের ব্যস্ততম এই বিশেষ বাইপাস সড়কটি।

    সূত্রের খবর শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভিআইপি রোডের ওপরে দাঁড়িয়ে থাকা ডানকুনির দিকে যাওয়া একটি বেসরকারি বাসে আগুন লাগে। ভিড়ে ঠাসা সেই বাসে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সেই সাথে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাঁরা চিত্‍কার-চেঁচামেচি শুরু করার পাশাপাশি অনেকেই চলন্ত বাস থেকেই লাফ দেন প্রাণে বাঁচার জন্য। তাতে তাঁরা যেমন আহত হন তেমনি বাস থামতেই হুড়মুড়িয়ে নামতে গিয়ে আরও কয়েকজন জখম হয়েছেন।

    এদিকে স্থানীয় বাসিন্দারাই পথের ওপরে ব্যস্ত সময়ে দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকা বাসটিতে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। পাশের খাল থেকে জল তুলে তাঁরাই বাসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে দেন। যদিও আগুনের তাপে তাঁরা কার্যত বাসের ধারে কাছেও ঘেঁষতে পারেননি। এর ফলে আজ সকালে দুর্ভোগের মুখে পড়লেন কয়েক হাজার অফিসমুখী মানুষ। ঘটনার পর থেকে এখনও অবধি ভিআইপি রোডে একটি লেন দিয়েই দুই দিকের যান চালানো হচ্ছে। তাই উল্টোডাঙ্গা পর্যন্ত গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে।

    এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, আসে দমকলের ২টি ইঞ্জিনও। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা গুন নেভাতে সক্ষম হলেও বাসটি কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাজপথে শুধু দাঁড়িয়ে রয়েছে আগুনে পুড়ে খাক হয়ে যাওয়া বাসের কঙ্কাল। বাস থেকে তড়িঘড়ি নামতে গিয়ে যারা আহত হয়েছিলেন তাঁদের মধ্যে একজন গুরুতর ভাবে জখম হওয়ায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...