দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোমবার কলকাতা বিমানবন্দরে হান দিলো মৌমাছির ঝাঁক ! আর তাতেই দিশেহারা হয়ে পড়েন বিমানবন্দরের কর্মীরা। টুইটার সূত্রে জানা যায় সোমবার ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পরেই বাস বাঁধতে ব্যস্ত হয়ে পড়ে এক ঝাঁক মৌমাছি। আর সে ছবি ধরা পরেছে বিমানবন্দর কর্মীদের মোবাইলেও।
প্রত্যক্ষদর্শীদের মতে বিমানের গায়ে মৌমাছির হানায় কলকাতা থেকে বিমানটি উড়তেও বেশ অনেকটা দেরি হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল চারটে নাগাদ। বিমানটি ওড়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা। যদিও সঠিক সময়ে বিমানটি উড়তে পারেনি। বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয়। বিমানকর্মীদের মোবাইল থেকে এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আর তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
একসঙ্গে এত মৌমাছির এই ঝাঁক দেখে বিমানের কাছাকাছি যে কর্মীরা ছিলেন, যাঁরা জ্বালানি ভরছিলেন বা বিমান পরিষ্কার করছিলেন, তাঁরা স্বভাবতই ভীত হয় পড়েন। এরপর না পারতে মৌমাছি তাড়াতে দমকলবাহিনী আসে। উচ্চ ক্ষমতাসম্পন্ন জলের জেট বা জল কামানের সাহায্যে নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলিকে ধুয়ে তাড়িয়ে দেন দমকল কর্মীরা।
বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে গত বছর। গত বছর এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মৌমাছির ঝাঁক এভাবেই হানা দিয়েছিল। এমনকি বিমানবন্দর কর্মীরা জানিয়েছেন যে মাঝে মাঝে মৌমাছিরা দরজার ফাঁক দিয়ে বিমানের ভেতরেও ঢুকে পড়ে। আর সে কারণে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় যাত্রী ও বিমানকর্মীদেরও। তবে এদিন যে কান্ডটি ঘটলো তা বেশ শঙ্কার আর সেই সাথে মজার ও। মৌমাছিগুলি যেভাবে পেলেনের গায়ে লেগে ছিল যেন চোকলা ছাড়ানো খোলা কলার গায়ে এক ঝাঁক মাছি!