দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ পয়লা ডিসেম্বর। আজকের এই দিনটি সারা বিশ্বে পালিত হয় বিশ্ব এইডস দিবস হিসেবে। দুর্বার গোষ্ঠী দীর্ঘদিন ধরেই সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে কাজ করছেন। এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের মনে যে সমস্ত ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোকে দূর করতেও তারা সদা ব্যস্ত।
আজ কলকাতার রাস্তায় মানুষের মধ্যে এই দিনটিকে নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে ও এইডস রোগীদের সঙ্গে আর পাঁচজন রোগীর মতই ব্যবহার করতে অনুরোধ রেখে সংগঠিত হল একটি পদযাত্রা’র, ব্যবস্থাপনাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকার। আমাদের ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরাতে ধরা পড়েছে সেই মিছিলের দৃশ্য-